E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলে মোটরসাইকেল ছিনতাই চক্রের চার সদস্য আটক

২০১৭ মে ০৭ ১৪:৩৮:৪৯
টাঙ্গাইলে মোটরসাইকেল ছিনতাই চক্রের চার সদস্য আটক

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইলে আন্তঃজেলা মোটরসাইকেল ছিনতাই চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতদের ৫দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

আককৃতরা হলো বাসাইল উপজেলা কাঞ্চনপুর কাজিরাপাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে শিপন (৩৫), জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার বয়রা গ্রামের মৃত মাখন বাদ্যকরের ছেলে আনন্দ বাদ্যকর (৩৫), মির্জাপর উপজেলার নিমাই চন্দ্রের ছেলে রামপ্রসাদ (৩২) ও ঠাকুরগাওঁ জেলার বালিয়াডাঙ্গা উপজেলার লালপুর গ্রামের মৃত শান্ত শীলের ছেলে গণেশ চন্দ্র শীল ওরফে স্বপন (৩৮)। এদের সবাই বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল ছিনতাই ও চুরি করে তা বিক্রি করে আসছিল।

শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাসাইল থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার কাঞ্চনপুর কাজিরাপাড়া থেকে তাদের আটক করে। এ সময় তাদের দেয়া তথ্যের ভিত্তিতে একটি নম্বর বিহীন এপাচি, পালসার (ঢাকা-মেট্রা-ল ২৪-৬৮৫৬), টিভিএস(ঢাকা-মেট্রো-হ- ৫১-৯৩২৭), সিডি-৮০ (ঢাকা-মেট্রা-এ -০২-৯২০৩)সহ ৪টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এ ব্যাপারে বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুল ইসলাম বলেন, আটককৃতদের ৫দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

(এনইউ/এসপি/মে ০৭, ২০১৭)


পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test