E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মদনে মসজিদের মুসুল্লিদের ইবাদতে বিঘ্ন

২০১৭ মে ০৭ ১৪:৫২:০৪
মদনে মসজিদের মুসুল্লিদের ইবাদতে বিঘ্ন

মদন (নেত্রকোনা) প্রতিনিধি : মদন উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত জাহাঙ্গীরপুর কেন্দ্রীয় শাহী মসজিদের প্রবেশ পথে ময়লা-আবর্জনার স্তুপ থাকায় যাতায়াতে ও মসজিদের ভিতরে দূর্গন্ধের জন্যে মুসুল্লিদের ইবাদতে বিঘ্ন ঘটছে।

জানা যায়, পৌরসদরে নির্দিষ্ট কোনো ডাস্টবিন না থাকায় বাজারের দোকানপাট ও হেটেল রেস্তোরাঁর বর্জ্য ফেলে পরিবেশ দূষনসহ স্বাস্থ্য সেবা হুমকিতে পড়ছে। প্রতিদিন কেন্দ্রীয় শাহী মসজিদের প্রবেশ পথে ময়লা আবর্জনা ও বর্জ্য ফেলে যাতায়াতের প্রতিবন্ধকতা সৃষ্টি হলেও দেখার কেউ নেই।

এসব জমে দূর্গন্ধে মসজিদের মুসুল্লিদের ইবাদতের বেঘাত ঘটছে। এ ছাড়াও কেন্দ্রীয় বাজারে সেবা প্যাথলজির পূর্ব পাশে হোটেল রেস্কোরাঁর বর্জ্যরে দূর্গন্ধে ক্লিনিকের ডাক্তার ও রোগীরা বসে থাকা অসহ্য হয়ে পড়েছে। এতে স্বাস্থ্য সেবা দারুণ হুমকির মুখে পড়ছে।

এ ব্যাপারে কেন্দ্রীয় শাহী মসজিদের ইমাম মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান জানান, মসজিদে সরকারি চাকরিজীবিগন ওয়াক্তের নামাজ আদায় করলেও দূর্গন্ধে মুসুল্লিদের দূরাবস্থা দূরীকরণে তাদের কোনো ভূমিকা না থাকায় এই সমস্যা বৃদ্ধি পাচ্ছে। সামনে পবিত্র মাহে রমজান, এর আগেই এ সমস্যা দূরীকরণের জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

এ ব্যাপারে পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার শামীম জানান, আমি অচিরেই দোকানদারদের সাথে আলোচনা করে এর প্রয়েজনীয় ব্যবস্থা নিব।

ইউএনও মোঃওয়ালীউল হাসান জানান, বিষয়টি পৌর মেয়রের সাথে আলোচনা করে পবিত্র মাহে রমজানের আগেই এর সুরাহা করা হবে।

(এএমএ/এসপি/মে ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test