E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘দেশবিরোধী অপশক্তি সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংসের পাঁয়তারা করছে’

২০১৭ মে ০৮ ১৬:০১:৪৯
‘দেশবিরোধী অপশক্তি সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংসের পাঁয়তারা করছে’

সিরাজগঞ্জ প্রতিনিধি : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা  ও প্রবীন অঅওয়ামীলীগ নেতা এইচ টি ইমাম বলেছেন, দেশবিরোধী অপশক্তি আমাদের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংসের পাঁয়তারা করছে।

তিনি বলেন, সুস্থ্য সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়েই সেই অপশক্তিকে প্রতিরোধ করতে হবে।সকলের মিলেমিশে কাজ করলে যে কোন অপশক্তির হাত থেকে সাংস্কৃতিক চর্চাকে ভাচিয়ে রাখা যায় । রবীন্দ্রনাথ ছিলেন খুব মহান মানুষ । তিনি কোন বিশ্ববিদ্যালয় থেকে স্বীকিতি না পেলেও তিনি যে মানুষ ছিলেন তাতে তিনি সবার মন জয় করেছেন ।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুর কাচারি বাড়ী অডিটোরিয়ামে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে তিনদিন ব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনকালে তিনি এ কথাগুলো বলেন।

এইচ টি ইমাম আরো বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক বাংলা ভাষার স্রষ্টা ও বাংলা সাহিত্যের অলিখিত জনক। তার শুভ চেতনা বুকে ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। আর সকল অপশক্তির বিরুদ্ধে সবাইকে এক্যবদ্ধভাবে কাজ করতে হবে । আজ বাংলাদেশ সবার মাঝে মাথা উচু করে বাচতে পারছে । প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দেশ আজ এত উপড়ে উঠতে পারছে বলে তিনি জানান ।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবু নূর মোহাম্মাদ শামছুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থানীয় এমপি হাসিবুর রহমান স্বপন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য অধ্যাপিকা মেরিনা জাহান কবিতা, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আজাদ রহমান প্রমুখ।

(এমএস/এসপি/মে ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test