E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলে করদাতাদের প্রশিক্ষণ

২০১৭ মে ০৮ ১৯:৫৫:২০
টাঙ্গাইলে করদাতাদের প্রশিক্ষণ

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে মূসক ও সম্পুরক শুল্ক আইন এবং অটোমেশন সম্পর্কে করদাতাদের সচেতনতা সৃজন ও প্রশিক্ষণ সোমবার অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাইল বিভাগীয় কাস্টমস, ভ্যাট অ্যান্ড এক্সাইজ কার্যালয় আয়োজিত ওই প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য(মূসক বাস্তবায়ন ও আইটি) সুলতান মো. ইকবাল।

ভিক্টোরিয়া ফুড জোনের কনফারেন্সরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লায়লা খানম, টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাট্রিজের সাধারণ সম্পাদক খান আহমেদ শুভ, জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আলহাজ আবুল কালাম মোস্তফা লাবু প্রমুখ।

ঢাকা(উত্তর) কাস্টমস, ভ্যাট অ্যান্ড এক্সাইজ’র কমিশনার ড. মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে ওই প্রশিক্ষণে জেলার তিন শতাধিক করদাতা অংশ নেন।

(আরকেপি/এএস/মে ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test