E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরে ‘তৃণমুলের তথ্যজানালা’ ইনফোলিডার প্রশিক্ষণ

২০১৭ মে ০৮ ১৯:৫৮:১৫
শেরপুরে ‘তৃণমুলের তথ্যজানালা’ ইনফোলিডার প্রশিক্ষণ

শেরপুর প্রতিনিধি : সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরবে ইনফোলিডাররা। ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) উদ্যোক্তাদের নাগরিক তথ্যকর্মী বা ইনফোলিডার হিসেবে গড়ে তোলার জন্য শেরপুরে শুরু হয়েছে ফিচার-প্রতিবেদন লিখন এবং ই-কমার্স ও ওয়েব ডেভেলপমেন্ট প্রশিক্ষণ।

৮ মে সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘তৃণমুলের তথ্যজানালা’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম, তৃণমুলের তথ্যজানালা কর্মসূচীর জাতীয় সমন্বয়কারি প্রতীক মাহমুদ, মাস্টার ট্রেইনার সাংবাদিক হাকিম বাবুল, আইসটি বিশেষজ্ঞ সোহেল রানা প্রমুখ বক্তব্য রাখেন।

প্রশিক্ষণ সমন্বয়কারি প্রতীক মাহমুদ জানান, সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরবে ইনফোলিডাররা। ইউডিসি উদ্যেক্তাদের তথ্য সংগ্রহ, প্রতিবেদন ও ফিচার লিখন, আউটসোর্সিং, ওয়েব ডেভেলপমেন্ট ও ই-কমার্স বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এতে পরিচালনায় প্রতিবেদন ও ফিচার লিখতে তাদের দক্ষতা ও সক্ষমতা অর্জন বৃদ্ধি পাবে। এতে তারা তৃণমুলের উন্নয়ন কর্মকান্ডের তথ্য তুলে ধরতে পারবেন। একইসাথে ইউডিসিগুলোকে একটি আয় বর্ধনমুলক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারবেন।

আইসিটি বিভাগের এটুআই প্রকল্পের আওতায় সারাদেশের প্রায় ৫ হাজার ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ১০ হাজার উদ্যোক্তাকে ইনফো লিডার হিসেবে গড়ে তুলতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। তিনি জানান, ইতোমধ্যে ৪৭টি জেলায় এ প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে। জেলায় ৪২ ইউনিয়নের ৮৪ জন ইউডিসি উদ্যেক্তা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

(এইচবি/এএস/মে ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test