E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ছাত্রীর মামলায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গ্রেফতার

২০১৭ মে ০৮ ২১:৩১:৩৭
ছাত্রীর মামলায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গ্রেফতার

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা পর অভিযুক্ত শিক্ষক মিনহাজ উদ্দিন গ্রেফতার।

পুলিশ সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী বাদী হয়ে গত ৪ মে শিক্ষক মিনহাজ উদ্দিনের বিরুদ্ধে ত্রিশাল থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার ৪দিন পর সোমবার সকালে ময়মনসিংহের চরপাড়া এলাকা থেকে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাড়ির ইন্চার্জ কামরুল হাসান গ্রেফতার করেন।

আসামী মিনহাজ গ্রেফতারে স্বস্তি প্রকাশ করে মামলার বাদী জানান, আমি আশা করি এখন সঠিক বিচার পাবো।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাড়ির ইনচার্জ কামরুল হাসান জানান, মামলার পরপরই আসামী গ্রেফতারের চেষ্টা চলছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে ময়মনসিংহের চরপাড়া এলাকা থেকে আসামী মিনহাজকে গ্রেফতার করা হয়।

এর আগে সেই ছাত্রী গত ২ মে বিশ্ববিদ্যালযের উপাচার্য এবং বিভাগীয় প্রধান বরাবর শিক্ষক মিনহাজের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেন। পরে ৪মে শিক্ষক মিনহাজ উদ্দিনের বিরুদ্ধে ত্রিশাল থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ওই ছাত্রী। রবিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ফরেনসিক বিভাগে মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।

উল্লেখিত ছাত্রী মামলায় উল্লেখ করেন, বিয়ের প্রলোভনে ২০১৬ সালের ৭ এপ্রিল তারিখে শিক্ষক ডরমেটরিতে নিয়ে গিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এরপর একাধিকবার যৌন সম্পর্কে জড়িয়েছে তারা। এরই মাঝে চলতি বছরের মার্চ মাসে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে মিনহাজ কৌশলে তার গর্ভপাত করান। এই ঘটনার পর থেকেই তাদের সম্পর্কের অবনতি হয়।

বাদী আরো জানান, মিনহাজ উদ্দিনের বাড়ী শেরপুর জেলা সদর কৃষ্ণপুর দরিপাড়া গ্রামে। আমরা পরস্পর দূর সম্পর্কের আত্মীয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তি সময় মিনহাজ আমাকে সহায়তা করেন। আর এই সূত্রে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়।

ত্রিশাল থানা ওসি (তদন্ত) মোখলেছুর রহমান আকন্দ জানান, মামলার পর আসামি গ্রেপ্তারের জন্য আমরা বিভিন্ন কৌশল অবলম্বন করে সোমবার তাকে গ্রেফতার করা হয়।

(এমএন/এএস/মে ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test