E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাঁদপুরে বজ্রপাতে মা ও ছেলের মৃত্যু

২০১৭ মে ০৯ ১৯:১৯:৪৬
চাঁদপুরে বজ্রপাতে মা ও ছেলের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে বজ্রপাতে সেলিনা বেগম (৪০) ও ইয়াসিন সরদার (১৫) নামে মা ও ছেলের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে ওই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডস্থ গোয়াল নগর প্রধানীয়া বাড়ি ও ৩নং ওয়ার্ডের উত্তর বলশাহী, ঢালী কান্দি গ্রামের সরদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

এই ঘটনায় একই বাড়ির ৩ নারী গুরুতর আহত হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। এরা হলো ওই বাড়ির ফারুক প্রধানীয়ার স্ত্রী লাকী বেগম (৩৫), ইউনুছ প্রধানীয়ার স্ত্রী রাবেয়া বেগম (৪০) ও কালা প্রধানীয়ার স্ত্রী ফাতেমা বেগম (৩০)। আর ঢালী কান্দি গ্রামের দুলাল সরদারের স্ত্রী নিহত সেলিনা বেগম ও তার ছেলে ইয়াসিন সরদার।

প্রত্যক্ষদর্শী আবু মিয়া জাগো নিউজকে জানায়, মঙ্গলবার দুপুরে যখন বৃষ্টি শুরু হয়, তখন নিহত সেলিনা বেগম বাড়ির পুকুরে হাত মুখ ধুয়ে তার ছেলে ইয়াসিনকে নিয়ে ঘরের উদ্দেশ্যে রওয়ানা দেন।

এ সময় হঠাৎ বজ্রপাত হলে তাদের গায়ে পড়ে। বাড়ির লোকজন তাদের মা, ছেলে দুইজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

অপরদিকে ওই ইউনিয়নের গোয়াল নগর গ্রামের প্রধানীয়া বাড়িতে একই সময় আহতরা বাড়ির আঙ্গিনায় কাজ করার সময় একইভাবে বজ্রপাত হয়ে তাদের গায়ে পড়ে। এতে তারা তিনজন আহত হয়ে পড়লে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি হাসপাতালে এনে ভর্তি করান।

রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হযরত আলী বেপারী জাগো নিউজকে জানান, এ ঘটনায় খবর পেয়ে তারা দ্রুত হাসপাতালে ছুটে যান এবং আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।

চাঁদপুর সদর হাসপাতালে কর্তব্যরত ডাক্তার বেলায়েত উল­াহ হোসেন জানান, বজ্রপাতে দুইজন তাৎক্ষণিক নিহত হয়েছেন। অন্য তিন আহতকে চিকিৎসা দেয়া হচ্ছে। তারা বিপদমুক্ত।

(ওএস/এএস/মে ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test