E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ৭

২০১৭ মে ১০ ১৯:৫৭:০০
মাগুরায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ৭

মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার কালুকান্দি গ্রামে ইটভাটায় শ্রমিকদের কাজে বাধা দেওয়াকে কেন্দ্র করে বুধবার দুপুরে দুইপক্ষের মধ্যে সংষর্ষ হয়েছে। সংঘর্ষে উভয়পক্ষের এক নারীসহ অন্তত সাতজন আহত হয়েছে।

আহতদের মধ্যে পাঁচজনকে মাগুরা সদর হাসপাতাল ও মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষ চলাকালে ছয়টি বসতঘর ও ওই গ্রামে অবস্থিত সায়েম ইটভাটায় রাখা তিনটি ট্রাক ও একটি শ্যালো ইঞ্জিনচালিত ট্রাক ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় ২৫ জনকে আটক করেছে পুলিশ। সংঘর্ষে ব্যবহৃত বেশ কিছু দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সরেজমিন গিয়ে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কালুকান্দি গ্রামের সায়েম ইটভাটার মালিক নূর আলম মোল্যা ও একই গ্রামের বাহাজ উদ্দিনের মধ্যে এলাকায় আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। পদ না থাকলেও এই দুইজন ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।

বাহাজ উদ্দিনের সমর্থকেরা কয়েকজন শ্রমিককে ইটভাটায় কাজ করতে বাধা দেন। কথাকাটির এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে আলতাফ মোল্যা, মছিয়ার রহমান আলীম ফকির, বানু বিবিসহ সাতজন আহত হন। সংঘর্ষ চলাকালে কলিম উদ্দিন, নায়েব খাঁ, ফছিয়ার রহমান, মছিয়ার রহমান ও আকিদুল ইসলামসহ ছয়জনের বসতঘর হামলা ভাংচুরে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সময় বসতঘর থেকে মালপত্র লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্তরা।

সায়েম ইটভাটার মালিক নূর আলম মোল্যা বলেন, ‘ইটভাটায় রাখা আমার চারটি ট্রাক ভাংচুর ও দুটি শ্যালো ইঞ্জিন লুট করে নিয়ে গেছে।’ ফোন না ধরায় বাহাজ উদ্দিনের বক্তব্য পাওয়া যায়নি।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে।

(ওএস/এএস/মে ১০, ২০১৭)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test