E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দাউদকান্দিতে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা

২০১৭ মে ১১ ১৬:০৮:৩৭
দাউদকান্দিতে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : বুধবার সকাল সাড়ে দশটায় দাউদকান্দিতে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ২০১৬ খ্রিঃ শিক্ষাবর্ষের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলার গৌরীপুর বিলকিস মোশাররফ বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-আমিন। সভাপতিত্ব করেন, বিকেএ (প.) জেলা শাখার সভাপতি মাওলানা মুহা. আবু ইউসুফ মুন্সী। বিশেষ অতিথি ছিলেন, গৌরীপুর বিলকিস মোশাররফ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওয়াহিদুর রহমান, বিকেএ কুমিল্লা (প.) জেলা শাখার উপদেষ্টা ও বিশিষ্ট কবি-কলামিস্ট মো. আলী আশরাফ খান, এ্যাডভোকেট নাজমুল হুদা, বিকেএ কুমিল্লা (প.) জেলা শাখার উপদেষ্টা ও ব্যাংকার মোঃ শাহ্ আলম, বিকেএ কুমিল্লা (প.) জেলা শাখার উপদেষ্টা গাজী মাজহারুল ইসলাম, বিকেএ কুমিল্লা (প.) জেলা শাখার উপদেষ্টা জিন্নাত আলী, গৌরীপুর মুক্তি মেডিকেল সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ডাঃ মোঃ মোজাম্মেল হক, গৌরীপুর মডার্ণ ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ডাঃ মোহাম্মদ মহসিন, বিশিষ্ট সমাজ সেবক ডাঃ আনিছুর রহমান, গৌরীপুর আদর্শ দন্ত চিকিৎসালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ডাঃ শফিকুল ইসলাম, কথাশিল্পী ও সমাজকর্মী মোঃ আলমগীর হোসেন সরকার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজসেবক এফএম শাহীনুজ্জামান, মোঃ মনির হোসেন, সেলিম আহমেদ সরকার, সাংবাদিক আব্দুর রহমান ঢালী, মলিনা আক্তার মিলি, রাজিব হোসেন, বিকেএ (প.) জেলা শাখার সহ-সভাপতি এম.এ. হালিম সরকার, সাধারণ সম্পাদক মোঃ শাহ্ আলম সরকার, শিক্ষা সম্পাদক উৎপলেন্দু দাস, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল, সমাজকল্যাণ সম্পাদক, মোঃ রফিকুল ইসলাম, আইটি বিষয়ক সম্পাদক জাকির হোসেন নোমান, সহ-সভাপতি মোঃ হেলাল শাহ্, প্রশাসনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম স্বপন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ জিয়াউল হক, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, সদস্য মোঃ আলী আকবর প্রমুখ।

অনুষ্ঠানে দাউদকান্দি, মেঘনা, তিতাস ও মতলব উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন হতে অংশ নেওয়া ৬২০জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে বৃত্তি , ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট ধারাভাষ্যকার ও হস্তাক্ষরবিদ মনির হোসেন মাস্টার।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,‘ অত্যন্ত দুঃখের সঙ্গেই বলতে হয়, এখন অভিভাবকরা সন্তানদের মধ্যে বিভাজন-বৈষম্য সৃষ্টি করছেন। তারা ছেলেমেয়ের মধ্যে ইচ্ছে করেই এটা ছেলে-এটা মেয়ে! এটা ভাল-এটা মন্দ! সন্তানের সামনে এসব বলে বলে পার্থক্য তৈরি করছেন’। তিনি আরো বলেন,‘আজকে আমাদের শিক্ষকরা শিক্ষা নিয়ে বাণিজ্য শুরু করেছেন। তারা প্রাইভেট-কোচিং বাণিজ্যে জড়িয়ে পড়ার কারণে শিক্ষার মান নিচে নেমে যাচ্ছে। আমরা সময় থাকতে সতর্ক না হলে আমাদের শিক্ষার মান আরো নিচে নেমে যাবে’। সবশেষে তিনি আরো বলেন.‘ শিক্ষার্থীদের জিপিএ-৫ পাওয়াই বড় কথা নয়, নৈতিকতা সম্পন্ন শিক্ষা অর্জন করে আলোকিত মানুষ হলেই তারা দেশ ও জাতির সম্পদে পরিণত হবে’।

(এএকে/এএস/মে ১১, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test