E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহরে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ১৫

২০১৭ মে ১২ ১৫:০৩:৪০
চাটমোহরে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ১৫

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে বৃহস্পতিবার বিরোধপূর্ণ পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দু’গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহত দু’পক্ষের ১১ জনকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, মো. খলিল হোসেন, বক্কার আলী, মো. গফুর, শহীদুল ইসলাম, আমিন হোসেন, ইসমাইল হোসেন, আক্কাস আলী, আব্দুল মজিদ, জাহাঙ্গীর আলম, শাফাজুল ইসলাম ও ইয়াছিন প্রামানিক। এদের মধ্যে মো. খলিল হোসেন ও শহীদুল ইসলামের অবস্থার অবনতি হওয়ায় পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, উপজেলার পাটিয়াতা গ্রামের মসজিদের পুকুর নিয়ে স্থানীয় আফছার গং ও ওয়াহেদ গং-এর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত মঙ্গলবার উভয় পক্ষই ওই পুকুরে মাছ মারতে গেলে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে দু’গ্রুপের লোকজন লাঠি-সোটা ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পুকুরে মাছ মারতে যায়। এ সময় দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় উভয়পক্ষের ১৫ জন আহত হয়।

হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. শাহীন রেজা জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত কোন পক্ষই অভিযোগ দেয়নি। পরিস্থিতি শান্ত রয়েছে।



(এসএইচএম/এসপি/মে ১২, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test