E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাণীনগরের পারইল দাখিল মাদ্রাসায় ঝুঁকি নিয়ে মাটির কক্ষে পাঠ দান

২০১৭ মে ১২ ২১:৩২:০৭
রাণীনগরের পারইল দাখিল মাদ্রাসায় ঝুঁকি নিয়ে মাটির কক্ষে পাঠ দান

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলার পারইল এফতেদায়ী দাখিল মাদ্রাসায় শ্রেণি কক্ষের সংকটের কারণে জীবনের ঝুঁকি নিয়ে মাটির কক্ষে চালানো হচ্ছে পাঠদান কার্যক্রম। পরিত্যক্ত মাটির কক্ষগুলো যে কোন সময় ভেঙ্গে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা প্রকাশ করছেন মাদ্রাসার শিক্ষক, ছাত্র-ছাত্রী, অবিভাবক ও সচেতন মহল। সংশ্লিষ্ট বিভাগকে বার বার অবগত করেও কোন কাজ হয়নি বলে জানান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। মাদ্রাসার শিক্ষক মোঃ হাফিজার রহমান জানান, আশির দশকে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত।

প্রতিষ্ঠাকালীন টিনসেডের মাটির তৈরি কয়টি কক্ষে শুরু হয় পাঠদান কার্যক্রম। পরবর্তী সময়ে মাদ্রাসার দক্ষিণ দিকে ৩কক্ষ বিশিষ্ট একতলা ভবন তৈরি করা হয় যা শিক্ষার্থীদের তুলনায় অপ্রতুল। বর্তমানে বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ৩শ’ জন। যার মধ্যে প্রতিদিন প্রায় ২শ’ থেকে আড়াইশ’ শিক্ষার্থী পাঠগ্রহণ করছে। মাদ্রাসায় নেই মেয়েদের জন্য আধুনিক মান সম্মত কমনরুম ও ওয়াশরুম। নেই কোন আধুনিক মানসম্মত টয়লেট-ব্যথরুম। বর্তমানে মাদ্রাসায় মোট ১২টি কক্ষের মধ্য ৭টি কক্ষ মাটির। যেখানে শিক্ষার্থীরা প্রতিদিন পাঠগ্রহণ করছে। ৩টি অফিস কক্ষ। বাকি কক্ষগুলো পরিত্যক্ত হলেও সেগুলোতে পাঠদান করাতে বাধ্য হচ্ছেন মাদ্রাসা কর্তৃপক্ষ। দীর্ঘদিনের মরিচা ধরা টিনের ছাউনি যে কোন সময়ে ঝড়ে উড়ে যাওয়ার আশংকা করছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

মাদ্রাসা কর্তৃপক্ষ এইসব মাটির কক্ষগুলোতে প্রতি বছর সাধ্যমতো সংস্কার করে জোড়াতালি দিয়ে চালিয়ে আসছেন। আধুনিক সময়ে আধুনিকতার ছোঁয়া থেকে বঞ্চিত অজোপাড়া গাঁয়ের এই মাদ্রাসাটি। মাদ্রাসায় দীর্ঘদিন যাবত ইংরেজি বিষয়ে কোন শিক্ষক নেই। দুইজন শিক্ষক স্থায়ী বরখাস্ত হওয়ায় শূন্য রয়েছে সেই দুটি পদ।

মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ সোলায়মান হোসেন জানান, মাদ্রাসার এহেন অবস্থা সম্পর্কে একাধিকবার ওপড়মহলকে লিখিত ভাবে জানিয়েও আজ পর্যন্ত কোন ফল পাওয়া যায়নি। তবে সরকারি ভাবে অনুদান পাওয়া না গেলে আধুনিক মান সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব নয়।

(বিএম/এএস/মে ১২, ২০১৭)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test