E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ময়মনসিংহে কালবৈশাখীতে নিহত ১, আহত ১০

২০১৪ এপ্রিল ১০ ১৭:১৭:১০
ময়মনসিংহে কালবৈশাখীতে নিহত ১, আহত ১০

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার উপর দিয়ে বুধবার রাতে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে এক মাদরাসা ছাত্র নিহত, ১০জন আহত এবং গাছপালা, কাঁচা ঘরবাড়ি উঠতি বোরো ধানের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। প্রচণ্ড ঝড়ে গাছপালা উপড়ে বিদ্যুৎ লাইনে পড়ার কারণে উপজেলায় রাত থেকে প্রায় ১০ ঘন্টা বিদ্যুৎ বিছিন্ন ছিল।

ঝড়ে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের তেরশিরা সাহাদত উলুম নুরানী হাফিজিয়া মাদরাসার ছাত্রাবাসের উপর উপড়ে পড়া বিশাল রেন্ট্রি গাছের চাপায় হাফিজিয়া ক্লাসের ছাত্র সামছুল হকের পুত্র মো. নাঈম (১০) ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় বাহারুল ইসলাম (১২), আসাদুল কবির (১৪), রেদুয়ান (১৪), মোস্তাকিম (১২), মেহেদি হাসান (৯), রাশেল (১০)সহ ১০ ছাত্র আহত হয়। এদের মাঝে গুরুতর আহত বাহারুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া প্রচণ্ড ঝড়ে উল্লেখিত ইউনিয়নের তেরশিরা বাজারের ১১টি দোকান ঘর ও ৬০টির মত কাঁচা ঘরবাড়ি বিধ্বস্তসহ কয়েক’শ ফলজ-বনজ গাছপালা উপড়ে ও দুমড়ে মুচরে ভেঙ্গে ফেলে। অপরদিকে একই রাতে প্রচন্ড ঝড়ে পৌরশহরসহ উপজেলার ডৌহাখলা, ভাংনামারী, সিধলা, সহনাটী, মাওহা, ২নং গৌরীপুর, অচিন্তপুর, মইলাকান্দা, বোকাইনগর ইউনিয়নের গ্রামীন জনপদে সহস্রাধিক ফলজ-বনজ গাছপালা ও ৩ শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। ঝড় ও শিলা বৃষ্টিতে ১ হাজার হেক্টর উঠতি বোরোধানের এবং প্রায় ৬শ হেক্টর শাকসবজির বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে।
(এসইএম/এএস/এপ্রিল ১০, ২০১৪)



পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test