E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জলাবদ্ধতায় তৃতীয় দিনের মত অচল চট্টগ্রামের জীবনযাত্রা

২০১৪ জুন ২২ ১০:১২:৪৬
জলাবদ্ধতায় তৃতীয় দিনের মত অচল চট্টগ্রামের জীবনযাত্রা

চট্টগ্রাম প্রতিনিধি : প্রবল বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় টানা তৃতীয় দিনের মত অচল রয়েছে বন্দরনগরী চট্টগ্রামের জীবনযাত্রা। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ভারি বৃষ্টিপাত শুক্রবার দুপুর এবং শনিবার সন্ধ্যার দিকে খানিক বিরতি দিলেও নগরীর জলাবদ্ধতা আগের মতোই আছে। ফলে নগরীর অধিকাংশ সড়কে কোনো যানবাহন চলাচল করছে না।

রবিবার সকাল থেকে নগরীতে ভারি বর্ষণ অব্যাহত রয়েছে। কিছু এলাকায় রাতে পানি কমে গেলেও সকাল থেকে সেসব এলাকায় পানি আবার বাড়তে শুরু করেছে। এদিকে জলাবদ্ধতায় নগরবাসীর চরম দুর্ভোগের কারণে দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি মেয়র এম মঞ্জুর আলম। শনিবার সন্ধ্যায় সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে মেয়র মঞ্জু নগরবাসীর দুর্ভোগের জন্য দুঃখপ্রকাশ করে জলাবদ্ধতা নিরসনের তার সাধ্যের সবটুকু করার আশ্বাস দিয়েছেন।

রবিবার বন্দরনগরীর বিভিন্ন এলাকা থেকে খবর নিয়ে জানা গেছে, শনিবারের তুলনায় জলাবদ্ধতা কিছুটা কম থাকলেও জনদুর্ভোগ একটুও কমেনি। নগরীর অক্সিজেন, হামজার বাগ, মুরাদপুর, আতুরার ডিপো, বহদ্দারহাট, শুলকবহর, কাতালগঞ্জ, নাসিরাবাদ, বায়োজিদ, ২ নম্বর গেট, ষোলশহর, চকবাজার, পাঁচলাইশ, ডিসি রোড, খাজা রোড, চান্দগাঁও, মোহরা, বাকলিয়া, চাক্তাই, রাজাখালি, দেওয়ানবাজার, ডবলমুরিং, আগ্রাবাদ, ছোটপুল, বড়পুল, সিডিএ, হালিশহর, পাহাড়তলী, সরাইপাড়া, সাগরিকা, কাঁচারাস্তার মাথা ও পতেঙ্গার নিম্নাঞ্চলে এখনো হাঁটু সমান পানি রয়েছে।

নগরীর পাঁচলাইশ এলাকার অধিবাসী ইব্রাহীম খলিল জানান, তিনি যে ভবনে বসবাস করছেন সেই ভবনের নিচতলা গত তিন দিন ধরে পানির নিচে। রবিবারও একই অবস্থা। নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার ১ নম্বর সড়কের বাসিন্দা আবদুল কাদের জানান, এই এলাকায় শনিবার রাতে পানি কিছুটা কমে গেলেও রোববার ভোর থেকে প্রবল বর্ষণে পানি আবার বাড়তে শুরু করেছে।

(ওএস/এইচআর/জুন ২২, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test