E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অবশেষে বিয়েই হয়ে গেল শিশুটির

২০১৭ মে ১৫ ১১:৪২:২৬
অবশেষে বিয়েই হয়ে গেল শিশুটির

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রশাসনের সহযোগিতা না পেয়ে বাল্যবিয়ে বন্ধ করতে পারেনি এলাকাবাসী। বাল্যবিয়ে দেয়ার সময় উপজেলা প্রশাসনকে এলাকাবাসী অবগত করলেও হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকার কথা বলে ঘটনাস্থলে না যাওয়ার ফলে বন্ধ করতে পারেনি বাল্যবিয়েটি।

তবে বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বরপক্ষের পরিবারের লোকজনের সঙ্গে এলাকার যুব সমাজের লোকজনের মারামারির ঘটনা ঘটেছে।

রবিবার ফতুল্লার কাশিপুর ইউনিয়নের মধ্যনরসিংপুর এলাকায় এ বাল্যবিয়ের ঘটনা ঘটে। বাল্যবিয়ে বন্ধ করতে না পারলেও এলাকার যুব সমাজের তোপের মুখে মেয়েসহ পরিবারের লোকজন বিয়ের কাজ সম্পন্ন করে এলাকা থেকে গা ঢাকা দিয়েছে।

এলাকাবাসীর পক্ষে থেকে মনির হোসেন ও সেলিম জানান, কাশিপুরের মধ্যনরসিংপুরের শাহিনের বাড়ির ভাড়াটিয়া রানু বেগমের নাবিলাকা মেয়ে স্বর্ণার (১৩) সঙ্গে একই এলাকার শুক্কুর মিয়ার ছেলে রতনের বিয়ে ঠিক করা হয়। বাল্যবিয়ের বিষয়টি এলাকাাসী জানার পর ছেলে-মেয়ের পরিবারকে বাধা দেয়া হয়।

কিন্তু ছেলের পরিবার স্থানীয় হওয়ায় কোনো কর্ণপাত না করে বিয়ের কাজ চালিয়ে যায়। পরে এলাকাবাসী নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) তাসনিম জেবিন বিনতে শেখকে বাল্যবিয়ের বিষয়টি ফোন করে অবগত করলেও তিনি হাইকোর্টের নিষেধাজ্ঞার কথা বলে বিষয়টি এড়িয়ে যান এবং থানা পুলিশকে জানাতে বলেন।

তিনি জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার উপর নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। তাই বাল্যবিয়ে বন্ধ করার ক্ষমতা ওনার নেই বলে ফোন কেটে দেন। পরে ফতুল্লা থানা পুলিশকে বিষয়টি অবগত করা হলেও বাল্যবিয়ের বিষয়ে পুলিশের কিছু করার নেই জানায় তারা।

এদিকে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার সময় কৌশলে ছেলে মেয়ের বিয়ের কাজ সম্পন্ন করে ফেলে দুই পরিবার।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, বাল্যবিয়ের বিষয় নিয়ে পুলিশের কিছু করার থাকে না। বাল্যবিয়ে নিধন একটি আইন রয়েছে যার ক্ষমতা জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের হাতে। উপজেলা প্রশাসন অভিযানে গেলে পুলিশ সার্বিকভাবে সহযোগিতা করার জন্য বদ্ধপরিকর।

অপরদিকে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসনিম জেবিন বিনতে শেখ জানান, বাল্যবিয়ের বিষয়ে কাশিপুর মধ্যনরসিংপুর এলাকা থেকে ফোন করছিলেন। বাল্যবিয়ে বন্ধ করতে হলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ব্যবস্থা নেয়া যেতো। কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যক্রমের উপর মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে।

আমার যদি ক্ষমতা না থাকে তাহলে ঘটনাস্থলে গিয়ে কোনো লাভ হবে না। বাল্যবিয়ের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবো না। তাই ঘটনাস্থলে না যাওয়ার অপারগতা প্রকাশ করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে যদি ব্যবস্থাই নিতে না পারি তাহলে গিয়েই লাভ কি।

(ওএস/এসপি/মে ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test