E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মান্দায় সংখ্যালঘুর বসতবাড়িতে অগ্নিসংযোগ

২০১৭ মে ১৫ ২১:৫৭:৫৩
মান্দায় সংখ্যালঘুর বসতবাড়িতে অগ্নিসংযোগ

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলার পিড়াকৈর গ্রামের সংখ্যালঘু শ্রীমন্ত সাহার বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সোমবার নওগাঁর ১নং আমলী আদালতে মামলা দায়ের হয়েছে। গৃহস্বামী শ্রীমন্ত সাহার পুত্র প্রদীপ কুমার সাহা বাদী হয়ে বিএনপি নেতা ও মাদ্রাসা শিক্ষক হাবিবুর রহমানসহ ৮জনকে আসামী করে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে ওসি মান্দাকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, গত ৭মে বিকেল সাড়ে ৫টায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা ও মাদ্রাসা শিক্ষক হাবিবুর রহমান তার ভাই-ভাতিজাদের সঙ্গে নিয়ে সংখ্যালঘু শ্রীমন্ত সাহার পরিবারে হামলা চালিয়ে বাড়ির লোকজনদের বেদম মারপিট করে। এতে নারীসহ ওই পরিবারের ৫জন গুরুতর আহত হয়। ওই হামলা ও মারপিটের ঘটনায় শ্রীমন্ত সাহার পুত্র প্রদীপ কুমার সাহা বাদি হয়ে প্রতিপক্ষের হাবিবুর রহমানসহ ১২জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। শ্রীমন্ত সাহা অভিযোগ করে বলেন, মামলার আসামিদের গ্রেফতারে টালবাহান করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মজিবুর রহমান। এ সুযোগ কাজে লাগিয়ে গত বৃহস্পতিবার আসামিরা আদালত থেকে জামিন নেয়। জামিনে এসে হাবিবুর মাষ্টার ওই সংখ্যালঘু পরিবারের লোকজনকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি-ধামকি দিয়ে আসছিলেন।

স্থানীয়দের অভিযোগ, গ্রামের শ্রীমন্ত সাহার বাড়ি সংলগ্ন মন্দির চত্বরের সাড়ে ৭ শতক জমি নিয়ে শ্রীমন্ত সাহার সঙ্গে মাদ্রাসা শিক্ষক হাবিবুর রহমানের বিরোধ চলে আসছিল। গত ২৮ এপ্রিল হাবিবুর রহমান ওই সম্পত্তি জোড়পূর্বক দখল করে বাঁশের খুঁটির সাহায্যে যাতায়াতের রাস্তাসহ মন্দির চত্বর বেড়া দিয়ে ঘিরে দেন। এতে গ্রামের ৩৪ হিন্দু পরিবার অবরুদ্ধ হয়ে পড়েন। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হলেও পুলিশ অজ্ঞাত কারনে কোনো ব্যবস্থা নেয়নি। যাতায়াতের রাস্তা বন্ধ, শ্রীমন্ত সাহার পরিবারের ওপর হামলা ও রাতের অন্ধকারে বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় আতঙ্কগ্রস্তের পাশাপাশি ক্রমেই ফুঁসে উঠছে পিড়াকৈর হিন্দু পল্লীর লোকজন।

স্থানীয় আব্দুল কুদ্দুস, রবিকান্ত সাহা, মল্লিকা রানীসহ আরো অনেকে জানান, গত ৭ মে বিকেলে শ্রীমন্ত সাহার ছেলে রিতেন সাহা ধান মাড়াইয়ের মেশিন বাড়িতে নিয়ে যাওয়ার সময় বেড়ার কিছু অংশ ভেঙ্গে যায়। জের ধরে হাবিবুর রহমান মাষ্টারের নেতৃত্বে ভাই মনিরুল ইসলামসহ ৯-১০ জন সংঘবদ্ধ হয়ে লাঠিসোটা দিয়ে রিতেন সাহার (২৮) ওপর হামলা চালায়। এসময় বাধা দেয়ায় রিতেন সাহার মা সপ্তমী রানী সাহা (৬০), স্ত্রী বনি রানী সাহা (২১), বৌদি লক্ষ্মী রানী সাহা (৩০) ও ভাতিজি বৃষ্টি রানী সাহাকে (১৩) পিটিরে জখম করে হামলাকারীরা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। গত ৯ মে হাসপাতাল থেকে তাদের ছাড়পত্র দেয়া হয়েছে।

বিষয়টি অত্যন্ত দুঃখজনক উল্লেখ্য করে স্থানীয় ইউপি চেয়ারম্যান ব্রজেন্দ্রনাথ সাহা বলেন, ঘটনাস্থল পরিদর্শনসহ মন্দির চত্বরে দেয়া বেড়াটি গ্রামপুলিশের সাহায্যে উচ্ছেদ করে গ্রামবাসির চলাচলের ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে শ্রীমন্ত সাহার বসতবাড়িতে আগুন দেয়ার ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান তিনি। তিনি আরো বলেন, পুলিশ সময়মত ব্যবস্থা নিলে ওই পরিবার একাধিক ঘটনার শিকার হতো না। সংখ্যালঘু ওই পরিবারকে উচ্ছেদ করার জন্যই প্রতিপক্ষ মরিয়া হয়ে উঠেছে।

(বিএম/এএস/মে ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test