E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পত্নীতলায় বিজিবির আটককৃত বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস

২০১৭ মে ১৫ ২২:০৩:১৬
পত্নীতলায় বিজিবির আটককৃত বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস

নওগাঁ প্রতিনিধি : সোমবার দুপুর ১২টায়  নওগাঁর পত্নীতলা উপজেলা সদরে অবস্থিত ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদর দপ্তরে বিজিবি কর্তৃক আটককৃত বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। গত ১ সেপ্টেম্বর’১৪ থেকে ৩০ এপ্রিল’১৭ পর্যন্ত সময়ে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই বিপুল পরিমান মাদকদ্রব্য আটক করা হয়।

আনুষ্ঠানিকভাবে মাদকদ্রব্য ধ্বংসকরন অনুষ্ঠানে ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আলী রেজা, জেলা প্রশাসকের প্রতিনিধি পত্নীতলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল করিম, বিজিবির মেডিক্যাল অফিসার ডাঃ আবু ওবায়দা, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নওগাঁ’র সহকারী পরিচালক মোঃ রেজাউর রহমান, বিজিবির ধর্মীয় শিক্ষক মৌলানা মোঃ খুরশিদ আলম প্রমুখ বক্তব্য রাখেন।

বিজিবি ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আলী রেজা জানান, ধ্বংসকৃত মাদকদ্রব্যের মুল্য ১ কোটি ৬ লাখ ৬৪ হাজার ৭শ’ টাকা। ধ্বংসকৃত মাদকদ্রব্যগুলো হলো, ৬৬ লাখ ৭৭ হাজার ৬শ’ টাকা মুল্যের ১৬ হাজার ৬শ’ ৯৪ বোতল ভারতীয় ফেনসিডিল, ৩০ লাখ ৩৯ হাজার টাকা মুল্যের ২ হাজার ২৬ বোতল বিদেশী মদ, ৩৬ হাজার টাকা মুল্যের ১০৮ গ্রাম হেরোইন, ২ লাখ ৭ হাজার টাকা মুল্যের ৬ শ’ ৯০ পিস ইয়াবা ট্যাবলেট, ২ লাখ ৫৩ হাজার ৮শ’ টাকা মুল্যের ২ হাজার ৫শ’ ৩৮ পিস সেনেগ্রা/ভায়াগ্রা এবং বেটনোসেল ট্যাবলেট, ৪ লাখ ৩০ হাজার ৫শ’ টাকা মুল্যের ১ হাজার ৪শ’ ৩৫ পিস বুপেনরফিন ইঞ্জেকশন এ্যাম্পুল, ১৩ হাজার ২শ’ টাকা মুল্যের ১ কেজি ৩২০ গ্রাম গাঁজা এবং ৭ হাজার ৬শ’ টাকা মুল্যের ১৯ বোতল ভারতীয় কিং ফ্রেশ বিয়ার। ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, মাদক পাচাররোধে এই ব্যাটালিয়ন অত্যন্ত তৎপর এবং এই ব্যাটালিয়নের প্রত্যেক সদস্য বদ্ধপরিকর। এ ব্যাপারে তিনি স্থানীয় প্রশাসন ও সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

(বিএম/এএস/মে ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test