E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুবর্নচরে বাল্যবিবাহ রোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২০১৭ মে ১৬ ২০:৫৬:১৩
সুবর্নচরে বাল্যবিবাহ রোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সুবর্নচরে বাল্যবিবাহ রোধে প্রশিক্ষণ কর্মশালা ও শ্রেষ্ঠ ইমাম বাছায়ের লক্ষ্য প্রশিক্ষন প্রাপ্ত ইমামদের নিয়ে উপজেলা পর্যায়ে সম্মেলন উনষ্ঠিত হয়েছে। ইসলামি ফাউণ্ডেশনের আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায়  সুবর্নচর উপজেলা সভাকক্ষে উক্ত উনষ্ঠানের আয়োজন করা হয়।

ইসলামি ফাউণ্ডেশনের কেয়ারটেকার আবুল কালামের সঞ্চালনায়, ফিল্ড সুপার ভাইজার শাহীন আখতার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সুবর্নচর উপজেলা চেয়ারম্যান এ. এইচ এম. খায়রুল আনম চৌধুরী সেলিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হাসিব আব্দুল্যাহ, যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুজ্জামান, চরজব্বর থানা এস আই ইব্রাহীম খলিল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম। অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন ইসলামি ফাউণ্ডেশনের কর্মচারী আব্দুল খালেক।

বক্তারা বলেন বাল্যবিবাহ একটি মারাত্মক সমস্যা এই সমস্যা আমিদের সচেতনতা বৃদ্ধি করতে হবে, সোচ্চার হয়ে রুখে দাঁড়াতে হবে বাল্যবিবাহ রোধে, তারা আরো বলেন যারা বিয়ে পড়ান তারা উপযুক্ত প্রশিক্ষন নিলে যে কোন সমস্যা সমাধান এবং কার্যপরিচালনায় সহায়ক ভূমিকা রাখা সম্বব পরে অতিথিদের মধ্য ইসলামি ফাউণ্ডেশনের পক্ষ থেকে বেশ কিছু বই বিতরণ করা হয়।

(আইএমএস/এএস/মে ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test