E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহরে ৩ দিনব্যাপী কৃত্রিম প্রজনন সম্প্রসারণ শীর্ষক প্রশিক্ষণ

২০১৭ মে ১৭ ১৩:৫০:৪০
চাটমোহরে ৩ দিনব্যাপী কৃত্রিম প্রজনন সম্প্রসারণ শীর্ষক প্রশিক্ষণ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : চাটমোহরে কৃত্রিম প্রজনন সম্প্রসারণ ও ভ্রমণ স্থানান্তর প্রযুক্তি বাস্তবায়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃত্রিম প্রজনন সম্প্রসারণ ও ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ বুধবার শেষ হয়েছে।

চাটমোহর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে প্রশিক্ষণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা, ইউএনও (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান। প্রশিক্ষক হিসেবে ছিলেন পাবনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো. আব্দুল গফুর।

এসময় ঢাকা সাভারের প্রজেষ্ট কো-অডিনেটর ডা. কাজী রকিবুল ইসলাম ও চাটমোহর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: স্বপন চন্দ্র দেবনাথ। প্রশিক্ষণে সফল গাভী পালন খামারী মো. আব্দুল বারী টিপু, মো. আবুল কাশেমসহ মোট ৪০ গাভী পালন খামারী অংশ গ্রহণ করেন।

(এসএইচ/এসপি/মে ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test