E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে বিনামুল্যে চক্ষু চিকিৎসায় ব্যতিক্রম উদ্যোগ 

২০১৭ মে ২১ ১৭:৫৪:৩১
বাগেরহাটে বিনামুল্যে চক্ষু চিকিৎসায় ব্যতিক্রম উদ্যোগ 

বাগেরহাট প্রতিনিধি : রহিমা বেগম, বয়স আনুমানিক ৭০। বাগেরহাট শহরের পুরাতন ফেরিঘাট (দড়াটানা ব্রিজ) এলাকায় একটি বাড়িতে থাকেন। দু’চোখেই ঝাপসা দেখেন (ছানি পড়া)। বাসার সামনে বিদ্যুতের খাম্বার পাশে বসে কাঁদছেন। বৃদ্ধা বলেন, হঠাৎ এক তরুণী এসে বলল আপনি কাদঁছেন কেন? বলল মা আমি চোখে দেখি না। তার নাম লিখে একটি স্লিপ ধরিয়ে দেয়। এরপর পোষ্য ছেলে বউ আমাকে হাসপাতালে নিয়ে আসছে। আমার দু’চোখে অপারেশন হয়েছে। আমি খুব খুশি। যাদের উছিলায় এখানে আসছি তাদের জন্য দেয়া করি। এভাবে আপনজন হারানো রহিমা বেগ কষ্টের কথাগুলো বললেন এই প্রতিবেদককে। তার মত আরও প্রায় ২৮ জন বৃদ্ধ নারী পুরুষ ছানি অপারেশনের তালিকায় বাগেরহাট দৃষ্টিদান হাসপাতালের বেডে।

রবিরার দুপুরে এই প্রতিবেদকের কথা হয় অতিদরিদ্র এসব মানুষের সাথে। তারা বলেন,‘চোখ থাকিতে অন্ধর মত জীবন-যাপন করছি। আমাদের বাড়ি বাড়ি গিয়ে খোজ-খবর নিয়ে বিনা পয়সায় সেবা দিবে তা কখনও বুঝেনি। বাড়ির পাশে অনেকে চোখের চিকিৎসা নিয়েছে ৪-৫ হাজার টাকা খরচ হয়েছে। আমরা বিনা পয়সায় চিকিৎসা পাইছি অনেক ভাল লাগছে’। একাত্তর বছরের বৃদ্ধ মো. আবু সালেহ বলেন,‘এভাবে যদি আরও কোন ব্যাক্তি বা সংস্থা এগিয়ে এসে গ্রামে ও বস্তি এলাকার ছিন্নমুল মানুষকে অন্ধত্বের হাত থেকে মুক্তি পেতে এগিয়ে আসে তাহলে হয়তো কোন মানুষ চোখের সমস্যায় ভুগবে না’।

বেসরকারী উন্নয়ন সংস্থা ভয়েস অব সাউথ বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. সহিদুল ইসলাম বলেন,‘ অতিদরিদ্র জনগোষ্ঠিকে সেবা দিতে আমরা ব্যাতিক্রম কিছু উদ্যোগ নিয়েছি। প্রশিক্ষিত মাঠকর্মীদের ওই সব মানুষদের বাড়ি বাড়ি গিয়ে চোখের রোগীদের খুজে বের করছি। তাদের বিনামুল্যে চিকিৎসা দিতে কখন, কোথায় কিভাবে চোখের চিকিৎসা নিবে সে জন্য মাঠকর্মীরা একটি স্লিপ দিয়ে এসেছে।

ইতিমধ্যে আমরা বাগেরহাট বহুমুখি কলেজিয়েট স্কুল মাঠে চক্ষু শিবিরের মাধ্যমে চার শতাধিক রোগিকে বিনামুল্যে (চশমা ও প্রয়োজনী ঔষধ) চিকিৎসা দেয়া হয়েছে। এরমধ্যে আঠাশ জনকে দৃষ্টিদান হাসপাতালে চোখের ছানি অপারেশন করা হয়েছে। আমরা এদের সব ধরনের সহযোগিতা করবো। যাতে তারা চোখের দৃষ্টি ভাল ভাবে ফিরে পায়।

বাগেরহাট দৃষ্টিদান হাসপাতালের নির্বাহী পরিচালক মো. আলকাজ হোসেন বলেন, আমরা হাসপাতালে দীর্ঘদিন ধরে চোখের রোগিদের চিকিৎসা সেবা দিয়ে থাকি। কোন সংস্থা এসে যদি সহায়তায় চায় তাহলে আমরা তাদের সহযোগিতা করে থাকি। এখানে অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসা দ্বারা ছানি, নেত্রনালী অপারেশনসহ চক্ষু রোগিদের সেবা দেয়া হয়।

(একে/এএস/মে ২১, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test