E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভ্যাপসা গরম, তীব্র খরতাপ ও লোডশেডিংয়ে অতিষ্ঠ ঈশ্বরদীবাসী

২০১৭ মে ২২ ২০:১০:৫৯
ভ্যাপসা গরম, তীব্র খরতাপ ও লোডশেডিংয়ে অতিষ্ঠ ঈশ্বরদীবাসী

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : সকাল, দুপুর, সন্ধ্যা ও রাতে অব্যাহত ভ্যাপসা গরম ও বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ ঈশ্বরদীবাসী। ভুক্তভোগীরা জানান, শহরের অবস্থা পিডিবি’র আওতায় গোজামিল দিয়ে বিদ্যুৎ সরবরাহ হলেও গ্রামে পল্লী বিদ্যুতের সরবরাহের অবস্থা খুবই খারাপ। জানা যায়, দিনে গড়ে ২/৩ ঘন্টা বিদ্যুৎ থাকে, বাকী সময় প্রচণ্ড খরাতাপে একদিকে দুঃসহ গরম, অপরদিকে বিদ্যুৎবিহীন অবস্থায় থাকতে হয়।

গ্রীষ্মের এই প্রচন্ড গরমের সময় রাতে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় সকলেই পরিবার পরিজন, শিশু ও বয়স্কদের নিয়ে দুঃসহ জীবন যাপন করছে। গরমের তীব্রতায় এবং নিয়মিত বিদ্যুৎ সরবরাহ না থাকায় ছাত্র-ছাত্রীরা ঠিকমত ক্লাসের পড়া তৈরী করতে পারছে না। আবার অনেকেই এই গড়মে ছেলেমেয়েদের স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছে। ফলে শিক্ষার্থীদের লেখাপড়ায় চরম বিঘœ সৃষ্টি হচ্ছে। জানা গেছে, গত ২রা মে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। ওই বিপর্যয়ের রেশ এখনো কাটেনি। এ কারণে চাহিদার বিপরীতে কম বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে সারা উত্তরাঞ্চলে বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে।

যে কারণে প্রতিদিনই বিদ্যুৎ এর চাহিদা ওভারলোডে থাকায় রেশনিং করে সরবরাহ করা হচ্ছে। ফলে সাময়িক লোডশেডিং দিতে হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ঈশ্বরদীর আবাসিক নির্বাহী প্রকৌশলী হাসিবুর রহমান। তিনি আরো জানান, ঈশ্বরদীতে ২২ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। অথচ পাওয়া যাচ্ছে মাত্র ১৪ মেগাওয়াট। এই বিদ্যুৎ নিয়ে পালাক্রমে লোডশেডিং দিয়ে সব এলাকায় বিদ্যুতের সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। তবে এই অবস্থা খুব বেশিদিন থাকবে না বলেও তিনি জানান।

ভুক্তভোগীরা জানান, কবে এই লোডশেডিংয়ের হাত থেকে মুক্তি পাওয়া যাবে। উল্লেখ্য, এমনিতেই ঈশ্বরদীতে শীতের সময় শীত, আর গরমের সময় প্রচণ্ড গরম অবস্থা বিরাজ করে। তার সাথে এখন যোগ হয়েছে ঘন ঘন লোডশেডিং। ফলে গরমের তীব্রতায় ঈশ্বরদীর মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা।

(এসকেকে/এএস/মে ২২, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test