E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুন্দরবন সংরগ্ন লোকালয় থেকে আরো এক অজগর উদ্ধার

২০১৭ মে ২২ ২০:২৯:৩৪
সুন্দরবন সংরগ্ন লোকালয় থেকে আরো এক অজগর উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলার সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে প্রায় ১০ফুট লম্বা আরো একটি অজগর সাপ উদ্ধার হয়েছে। সোমবার সকালে ওই গ্রামের সেলিম হাওলাদারের মুরগীর খোপ (ঘর) থেকে সাপটি উদ্ধার করে এদিকে বিকেলে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। এর আগে গত ১৯ মে শরণখোলার সুন্দরবন সংলগ্ন লোকালয় খুড়িয়াখালী গ্রামের ফুলমিয়া হাওলাদারের গোয়াল ঘর থেকে ১৪ ফুট লম্বা আরো একটি অজগর উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়।

সুন্দরবন বিভাগ জানান, সুন্দরবন সংলগ্ন লোকালয় চালিতাবুনিয়া গ্রামে সকাল ৭টার দিকে হাস-মুরগীর অস্বাভাবিক ডাকাডাকি শুনে বাড়ির লোকজন খোপের দরজা খুলে অজগরটি দেখতে পান। পরে খবর পেয়ে টাইগার টিমের ভিটিআরটি সদস্য মো. সরোয়ার হোসেন স্থানীয়দের সহায়তায় সাপটি ধরে বনবিভাগের কাছে হস্তান্তর করেন। অজগরটি একটি হাস, তিনটি হাসের বাচ্চা ও তিনটি মুরগীর বাচ্চা খেয়েছে বলে গৃহকর্তা সরোয়ার হোসেন জানান।

পূর্ব বনবিভাগের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. আনোয়ার হোসেন জানান, অজগরটি বিকেল ৩টার দিকে বনের ২নম্বর কম্পার্টমেন্টের ধাবড়ী এলাকায় অবমুক্ত কার হয়েছে। লোকালয় থেকে একের পর এক সাপ ধরা পড়ার বিষয়ে তিনি জানান, সুন্দরবন থেকে সাপগুলো লোকালয়ে ঢুকতে পারে। আবার ঘূর্ণিঝড় সিডর ও আইলার সময়ে বন থেকে সাপের বাচ্চা লোকালয়ে আটকা পড়ে এখন পরিপূর্ণ সাপে পরিনত হয়েছে। বনসংলগ্ন গ্রাগগুলোয় আরো সাপ থাকতে পারে বলে তার ধারনা।

(একে/এএস/মে ২২, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test