E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদীতে বাস ডাকাতি, গ্রেফতার ৪

২০১৭ মে ২৩ ২০:২৫:২৭
ঈশ্বরদীতে বাস ডাকাতি, গ্রেফতার ৪

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : বাসে ডাকাতি, লুটপাট ও যাত্রীদের শারীরিক নির্যাতনের ঘটনায় ৪ ডাকাতকে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের জয়নগর ও মুলাডুলি ইউনিয়নের ঢুলটি গ্রামে ধাওয়া করে ডাকাতদের গ্রেফতার করা হয়। ডাকাতদের হামলায় ১৫ জন বাসযাত্রী আহত হন। আহতদের মধ্যে বাসের চালকসহ ৪ জনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গ্রেফতারকৃত ডাকাতরা হলো, সাভারের গেন্ডা এলাকার জসিম উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম (২১), সাভারের কাতলাপুর এলাকার মনির হোসেনের ছেলে বিপ্লব হোসেন (২৩), ঠাকুরগাঁও রাণীশংকৈল আরাদীচন্দন টাঙ্গাগঞ্জের সামসুল আলমের ছেলে ইলিয়াস আলী (২৭) ও রংপুর মডার্ণ মোড় এলাকার কুতুব উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (২০)।

বাস যাত্রীরা জানান, ডাকাতরা অস্ত্রের মুখে গাজীপুরের চৌরাস্তা মোড় থেকে বাসের নিয়ন্ত্রণ নেয়, তারা সংখ্যায় ১২/১৩ জন ছিল। এরা যাত্রীদের সকলের নিকট থেকে মোবাইল ফোন ও টাকা-পয়সা কেড়ে নেয়। এসময় ডাকাতদের মধ্যে একজন চালকের আসনে বসে বাসের নিয়ন্ত্রন নিজেদের হাতে নেয়। যাত্রীরা অভিযোগ করে বলেন, ডাকাতরা নারী যাত্রীদের সাথে অশালীন আচরণ করে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বাসটি গাজীপুরের চান্দুরা হতে রাত সাড়ে ৩টার দিকে ময়মনসিংহ এর উদ্দ্যেশ্যে যাচ্ছিল, ডাকাতরা যাত্রী সেজে বাসে উঠে বাসের নিয়ন্ত্রণ নিয়ে কুষ্টিয়ার দিকে যাওয়ার পথে ঈশ্বরদীর ভেলুপাড়া এলাকার ব্রিজ পার হয়ে বড়ইচাড়ায় এলে বাসের ডিজেল ফুরিয়ে যায়। এসময় যাত্রীদের আর্ত চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা বাস থেকে নেমে গ্রামের ভেতরে দৌড়ে পালাতে থাকে। খবর পেয়ে পুলিশ ও গ্রামের মানুষ এলাকার বিভিন্ন মসজিদে মসজিদে ও মাইকিং করে গ্রামবাসির সহযোগিতা চান। এসময় গ্রামবাসি এগিয়ে এলে ঈশ্বরদীর বিভিন্ন গ্রাম থেকে ৪ ডাকাতকে আটক করে জনতা পুুলিশের নিকট সোপর্দ করে।

(এসকেকে/এএস/মে ২৩, ২০১৭

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test