E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ত্রিশালে বন্দুক যুদ্ধে ডাকাত সর্দার নিহত , ৫ সহযোগী আটক

২০১৭ মে ২৪ ১৬:২৩:২১
ত্রিশালে বন্দুক যুদ্ধে ডাকাত সর্দার নিহত , ৫ সহযোগী আটক

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে পুলিশের সাথে মঙ্গলবার রাতে বন্দুকযুদ্ধে ১ ডাকাত নিহত হয়েছে। আটক করা হয়েছে ৫ ডাকাত সদস্যকে। এ সময় ২ পুলিশ সদস্য আহত হন।

জানা গেছে, উপজেলার কাঠাঁল ইউনিয়নের বাঘা গ্রামে মঙ্গলবার দিবাগত রাতে ডাকাতির প্রস্তুতিকালে শীর্ষ সন্ত্রাসী ডাকাত নেতা আশরাফুল ইসলাম(৩০)কে গ্রেফতার করে পুলিশ। এসময় পুলিশকে লক্ষ করে ডাকাত দল গুলি করলে পুলিশও পাল্টা গুলি করে। এসময় বন্দুকযুদ্ধে ডাকাত দলের প্রধান আশরাফুল ইসলাম নিহত হয়। তার বিরুদ্ধে খুন ও অস্ত্রসহ ১৪টি মামলা রয়েছে বলে জানা গেছে। এ সময় আরো ৫ ডাকাতকে আটক করে ডিবি পুলিশ। বন্দুক যুদ্ধে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের এসআই মলয় ও এক কনেস্টেবল আহত হন।

বুধবার দুপুরে পুলিশ সুপারের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম। তিনি বলেন, ডাকাতির প্রস্তুতি নিচ্ছে গোপন সূত্রে খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছলে ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের উপর হামলা চালায়। এসময় পুলিশ ও ডাকাত দলের মাঝে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পুলিশের গুলিতে ডাকাত দলের সর্দার আশরাফুল আলম ওরফে ঢোল গুলিবিদ্ধ হয়। পরে অন্য ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় পুলিশ দেশীয় ধারালো অস্ত্রসহ পাচঁ ডাকাতকে আটক করে। এ সময় ডাকাত-পুলিশের মাঝে ধস্তাধস্তিতে ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে এসআই মলয় ও আরেক কনস্টেবল আহত হয়।

পুলিম সুপার আরো বলেন, আহত ডাকাত সর্দার ঢোলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার নামে ত্রিশাল ও গফরগাঁও থানায় খুন ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। ডাকাত সর্দারের বাড়ি গফরগাঁও উপজেলায়।

(এমএন/এএস/মে ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test