E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শাহজাদপুরে জালভোট ও কেন্দ্র দখলকে নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ২০

২০১৪ জুন ২২ ১৭:৪৪:৪৩
শাহজাদপুরে জালভোট ও কেন্দ্র দখলকে নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ২০

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দুটি ইউনিয়নের নিবার্চনকে কেন্দ্র করে দু’টি ভোট কেন্দ্র দখল ও জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পুলিশ ১৪ রাউন্ড গুলি বর্ষন ও ব্যাপক লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোববার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

থানা পুলিশ ও এলাকাবাসীদের সূত্রে জানা গেছে, রোববার ভোট গ্রহন চলাকালিন সকাল সাড়ে ১০টার দিকে হাবিবুল্লাহ ইউনিয়নের জিগারবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেলা সাড়ে ১১ টায় পোরজনা ইউনিয়নের জোতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউপি সদস্য প্রার্থীদের মধ্যে ভোট দেয়া নেয়া নিয়ে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে প্রার্থীরা দল বল নিয়ে ভোট কেন্দ্র্রে প্রবেশ করে জাল ভোট দেয়ার চেষ্টা করলে প্রতিপক্ষ প্রার্থিদের মধ্যে সংঘর্ষ বাধে। উভয় পক্ষ লাঠি ফালা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে ১৪ রাউন্ড গুলি বর্ষন ও ভ্যাপক লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এক ঘন্টা পর পরিবেশ স্বাভাবিক হলে পুনরায় ভোট গ্রহন শুরু হয়। সংঘর্ষ ও লাঠিচার্জের ঘটনায় ২০ জন আহত হয়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান শামীম ইকবাল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ইউপি সদস্য দুই প্রার্থী ভোটকেন্দের মধ্যে ঢুকে প্রভাব বিস্তার করার সময় অন্যপ্রার্থীদের মধ্যে সংঘর্ষ বাধে পড়ে রাবার বুলেট ও সর্টগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
শাহজাদপুর উপজেলা নিবার্চন কর্মকর্তা মো. আলী হোসেন জানান এ দু’টি কেন্দ্রে সাময়িক বন্ধ থাকার পর পরবর্তীতে শান্তিপূর্ণ ভাবে গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, সীমানা নির্ধারণের জটিলতা নিয়ে পোরজনা ও হাবিবুল্লাহ নগর এ দুটি ইউনিয়নের নির্বাচন নিয়ে উচ্চ আদালতে মামলা চলে আসছিলো। সম্প্রতি বিসয়টি নিষ্পত্তি হওয়ায় বিগত ১১ বছর পর রোববার উক্ত দুটি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হলো।
(এসএসসি/এএস/জুন ২২, ২০১৪)


পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test