E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে মুক্তিযোদ্ধা-সংবাদপত্রের এজেন্টের বাড়িঘর তছনছ: মারধোরের অভিযোগ

২০১৭ মে ৩১ ১৫:২৩:৫৮
গৌরীপুরে মুক্তিযোদ্ধা-সংবাদপত্রের এজেন্টের বাড়িঘর তছনছ: মারধোরের অভিযোগ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার (৩০ মে) রাতে পৌর শহরের পশ্চিমভালুকায় আসামী ধরতে গিয়ে মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব ও তার ছেলে সংবাপত্রের এজেন্ট সেকান্দর আলীকে মারধোর ও দুজনের বাড়িঘর তল্লাশী চালিয়ে তছনছ করেছে পুলিশ এমন অভিযোগ পাওয়া গেছে।

এদিকে মাহে রমজানের মধ্যরাতে একজন বীরমুক্তিযোদ্ধাকে ও সংবাদপত্রের এজেন্টের উপর পুলিশের হামলার প্রতিবাদে এলাকাবাসী রাতেই বিক্ষোভ করেন। এবং ঘটনার প্রতিবাদ জানিয়ে বুধবার সকালে পত্রিকা বিতরণ বন্ধ করে সংবাদপত্রের এজেন্ট ও সংবাদপত্রসেবীরা শহরে প্রতিবাদ সমাবেশ করে। পরে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহাম্মেদ এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাসে পত্রিকা বিলি শুরু করে।

বীরমুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব জানান, গত মঙ্গলবার রাতে তাঁরা রাতের খাবার খেয়ে পরিবার নিয়ে ঘুমিয়ে পড়েন। এরপর আনুমানিক রাত সাড়ে ১২টার দিকে একদল পুলিশ আসামী ধরার জন্য তাঁর ঘরে প্রবেশ করে আসবাবপত্র, ধানের ডোলা, ঘরের সিলিং তছনছ করে ফেলে।

এ ঘটনার কারণ জিজ্ঞাসা করলে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত ও অশ্লীলভাষায় গালিগালাজ করে পুলিশ। খবর পেয়ে তাঁর ছেলে সেকান্দর আলী এ ঘটনার প্রতিবাদ করলে গৌরীপুর থানার এসআই মোঃ সাইদুর রহমান তাকেও মারধোর করে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এসময় তিনি কারও বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা আছে-কী না জানতে চাইলে পুলিশ বন্দুকের নল তাক করে গুলি করার হুমকি দেয়।

গৌরীপুর সংবাদপত্রের এজেন্ট সেকান্দর আলী জানান, পুর্বধলার শ্যামগঞ্জ ফাঁড়ির এসআই শরিফুল ইসলাম প্রথমে বাড়িতে এসে তল্লাশী চালায়। এরপর বেপরোয়া হয়ে পুলিশ পুরো বাড়িতে তছনছ শুরু করে। এরপর গৌরীপুর থানার এসআই মোঃ সাইদুর রহমান এসেই তাঁকে মারধর শুরু করে। এ সময় বাড়ির মহিলাদেরও লাঞ্ছিত করে পুলিশ। কিন্তু পুলিশ যে আসামীকে ধরতে অভিযান চালায় সেই আসামী আমাদের বাড়িতে ছিল না।

গৌরীপুর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ আব্দুর রহিম বলেন, আব্দুল মোতালিব একজন বীরমুক্তিযোদ্ধা, তিনি আসামী নন, তার বাড়িতে আসামী আছে-কি না, তা নিশ্চিত না হয়ে এ ধরনের অভিযান ও লাঞ্চিত করা দুঃখজনক।

পুলিশের এ ঘটনায় নিন্দা জানিয়ে গৌরীপুর সাংবাদিক সমিতির সভাপতি ম. নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রইছ উদ্দিন এক বিবৃতি এ ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক উল্লেখ করে অবিলম্বে তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহম্মদ জানান, আসামী ধরতে গিয়েছিলো। দ্রুত সময়ের মধ্যে বিষয়টির সন্তোষজনক সমাধান করা হবে।

(এসআইএম/এসপি/মে ৩১, ২০১৭)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test