E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজারে টমটমকে পৌরসভার বাহিরে হস্তান্তরের প্রতিবাদে মানববন্ধন

২০১৭ মে ৩১ ১৬:২৯:২৭
মৌলভীবাজারে টমটমকে পৌরসভার বাহিরে হস্তান্তরের প্রতিবাদে মানববন্ধন

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজার পৌর শহরে যানজটের অন্যতম কারন সিএনজি চালিত এইচ পাওয়ার অটো টেম্পু (টমটম) পৌর এলাকার বাহিরে হস্তান্তরের সিন্ধান্ত পরিবর্তনের দাবীতে স্থানীয় চৌমোহনা চত্বরে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচী পালন করেছে মৌলভীবাজার জেলা অটো টেম্পু সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। বুধবার সকাল ১০টার দিকে মানববন্ধন কর্মসূচী পালন করেন মৌলভীবাজার পৌর এলাকার বিভিন্ন সড়কে চলাচলকারী সিএনজি চালিত অটো রিক্সা টমটম’র চালকেরা।

মানববন্ধনে বক্তারা বলেন- মৌলভীবাজারে এইচ পাওয়ার অটো টেম্পু প্রায় ৫০ কোটি টাকা নিয়েছে। সেই টাকা বিআরটিএ কর্তপক্ষ সহ দালালরা ভাগবাটোরা করে নিয়েছে। বিআরটিএ কর্তৃপক্ষ ট্যাক্স, রোডপারমিট ও ফিটনেস দিয়েছে। তখন বিআরটিএ কিংবা পৌর কর্তৃপক্ষ কোন নিষেধাজ্ঞা দেননি। এখন কোন প্রকার আলোচনা ছাড়াই অটো টেম্পু (টমটম) পৌরসভার বাহিরে হস্তান্তরের সিন্ধান্ত নেয়া হয়েছে। এ সিদ্ধান্তের ফলে ২হাজার থেকে ২হাজার ৫শত পরিবার মানবেতর জীবন যাপন করবে। যাত্রীসেবাসহ নিরহীহ মালিক শ্রমিক পরিবারের আহার, সন্তানদের লেখা পড়ার খরচসহ যাবতীয় আয়-ব্যায়ের উৎস বন্ধ হয়ে যাবে। এ সময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা অটো টেম্পু সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজি নং- ২৩৫৯) সভাপতি মোঃ পাবেল মিয়া, সাধারন সম্পাদক আজিজুল হক সেলিম, বেরির পাড় সভাপতি মোঃ মিলন মিয়া, সাধারন সম্পাদক মোঃ হান্নান মিয়া, অর্থ সম্পাদক মোঃ রমজান আলী, চাঁদনীঘাট সভাপতি হাসান মিয়া,সহ-সভাপতি ইব্রাহিম মিয়া, সাধারন সম্পাদক বাবুল মিযা, শমসেরনগর সভাপতি সুজা আহমদ, সাধারন সম্পাদক পারভেজ আহমদ, ঢাকা বাসস্ট্যান্ড সভাপতি জোহাহিদ মিয়া, সাধারন সম্পাদক সেফুল মিয়া ও হারুনুর রশিদ হারুনসহ প্রায় ৫শতাধিক টমটম চালক উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ করেন টমটম চালকরা।

(একে/এএস/মে ৩১, ২০১৭)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test