E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজের সাধারণ ছাত্রদের অবস্থান ধর্মঘট

২০১৭ মে ৩১ ১৬:৩২:২০
পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজের সাধারণ ছাত্রদের অবস্থান ধর্মঘট

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সদানন্দ গাইনকে হত্যার উদ্দেশে কুপিয়ে আহত করার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে পিরোজপুরে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট কর্মসুচি পালন করেছে সাধারণ ছাত্ররা ছাত্রীরা। বুধবার সকালে শহরের টাউন ক্লাব সড়কে শিক্ষকের ওপর হামলাকারী দুর্বত্তকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে সরকারি সোহরাওয়ার্দী কলেজের ইংরেজীসহ সকল বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসুচি পালন করে। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিরোজপুর প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু, পিরোজপুর পৌরসভার কাউন্সিলর সাদুল্লাহ লিটন ,কলেজের ভিপি এস এম বায়েজিদ হোসেন,ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র অভিজিৎ রাহুল বেপারী, হিসাববিজ্ঞান বিভাগের মাস্টার্স এর ছাত্র শুভদ্বীপ সিকদার শুভ ফেরদৌস রহমান, ইংরেজী বিভাগের শিক্ষার্থী মাইনুল ইসলাম শিমুল, জিহাদ হোসেন সজল , সুমন হাওলাদার ,আলী আহসান নুহু প্রমুখ।

বক্তারা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সদানন্দ গাইন এর উপর হামলাকারীর অবিলম্বে গ্রেফতার ও বিচার দাবি করেন। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক ইফতেখার মাহমুদ সজল,সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন লাবু, শিবলী রহমান শুভ , শেখ সালমান,গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলামসহ সাধারণ ছাত্ররা। পরে ছাত্ররা একটি মৌন মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে অবস্থান ধর্মঘট করে। পরে হামলাকারীকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে পুলিশের আশ্বাসে ছাত্ররা অবস্থান ধর্মঘট প্রত্যাহার করে।

(এআরবি/এএস/মে ৩১, ২০১৭)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test