E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লোহাগড়ায় এলজিএসপি প্রকল্প কাজে আর্থিক অনিয়মের অভিযোগ

২০১৭ মে ৩১ ১৬:৪১:৪৬
লোহাগড়ায় এলজিএসপি প্রকল্প কাজে আর্থিক অনিয়মের অভিযোগ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার  কাশিপুর ইউনিয়ন পরিষদে গত ২০১৫-১৬ অর্থ বছরে বরাদ্দকৃত এলজিএসপি ৫ টি প্রকল্প কাজে আর্থিক অনিয়মের অভিযোগে ওই ইউপি’র চেয়ারম্যান, সচিব, সাংবাদিক ও  আ’লীগ নেতাসহ ৫ জনের নামে গত মঙ্গলবার রাতে লোহাগড়া থানায় মামলা দায়ের করেছেন দূর্নীতি দমন কমিশন যশোর অঞ্চলের সহকারী পরিচালক মোঃ শহীদুল ইসলাম। দুদক কর্তৃক মামলা দায়েরের বিষয়টি চাউর হয়ে পড়ায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

লোহাগড়া থানায় দায়েরকৃত মামলার বিবরণ সূত্রে জানা গেছে, সরকার ২০১৫-১৬ অর্থ বছরে দ্বিতীয় লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি) ৫ টি প্রকল্পের অধীনে নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নে ৯ লক্ষ ৬৯ হাজার ১ শত ৭৩ টাকা বরাদ্দ করে। বরাদ্দকৃত প্রকল্পের মধ্যে বসুপটি গ্রামের রবিউলের বাড়ি হতে মোল্যা পাড়া অভিমুখে ১৬০.৮ মিটার রাস্তা ইটের সোলিং দ্বারা উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত ১ লক্ষ ৮৮ হাজার টাকার মধ্যে ৬৭ হাজার ৪ শত ৪৫ টাকার কাজ করে। বাকি ১ লক্ষ ২০ হাজার ৫ শত ৫৫ টাকার কাজ না করে ওই ইউপি সচিব নূরুল ইসলাম ও চেয়ারম্যান আ’লীগ নেতা মতিয়ার রহমান যোগসাজগে আত্বসাৎ করেন।

বরাদ্দকৃত প্রকল্পের মধ্যে একই ইউপির শালবরাত গ্রামের টুকু শেখের বাড়ি অভিমুখে রাস্তা ইটের সোলিং দ্বারা উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত ১ লক্ষ ৮৮ হাজার টাকার মধ্যে ৬৮ হাজার ৭৪ টাকার কাজ করে। বাকি ১ লক্ষ ১৯ হাজার ৯ শত ২৬ টাকার কাজ না করে ইউপি সচিব নূরুল ইসলাম ও ঠিকাদার পিকুল যোগসাজগে আত্বসাৎ করেন।

কাশিপুর ঈদগাহ হতে ইসমাইল খার বাড়ি অভিমুখে রাস্তার দু’পাশে মাটি দ্বারা উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত ২ লক্ষ ১৭ হাজার ১ শত ৭৩ টাকার মধ্যে ৭৯ হাজার ৭ শত ৬৪ টাকার কাজ করে। বাকি ১ লক্ষ ৩৭ হাজার ৪ শত ৯ টাকার কাজ না করে ইউপি সচিব নূরুল ইসলাম ও প্রকল্প সভাপতি লোহাগড়া রিপোর্টার্স ইউনিটির সম্পাদক এস এম আলমগীর কবির লিটন যোগসাজগে আত্বসাৎ করেন।

এড়েন্দা আদিবাসী পাড়া হতে ফুটবল মাঠ অভিমুখে রাস্তা ইটের সোলিং দ্বারা উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত ১ লক্ষ ৮৮ হাজার টাকার মধ্যে ৬১ হাজার ২ শত ৭৬ টাকার কাজ করে। বাকি ১ লক্ষ ২৬ হাজার ৭ শত ২৪ টাকার কাজ না করে ইউপি সচিব নূরুল ইসলাম ও নড়াইল জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ঠিকাদার মঞ্জুরুল করিম মুন যোগসাজগে আত্বসাৎ করেন।

ধোপাদাহ গ্রামের ইপতিয়ারের বাড়ির অভিমুখে রাস্তা ইটের সোলিং দ্বারা উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত ১ লক্ষ ৮৮ হাজার টাকার মধ্যে ১ লক্ষ ৪৩ হাজার ৬ শত ৯৩ টাকার কাজ করে। বাকি ৪৪ হাজার ৩ শত ৭ টাকার কাজ না করে ইউপি সচিব নূরুল ইসলাম ও ধোপাদাহ গ্রামের ঠিকাদার ইবাদুল শেখ যোগসাজসে আত্বসাৎ করেন।

উল্লেখিত ৫ টি প্রকল্পের কাজে মোট ৫ লক্ষ ৪৮ হাজার ৯ শত ৭৪ টাকা অত্বসাতের অভিযোগে দূর্নীতি দমন কমিশন যশোর অঞ্চলের সহকারী পরিচালক মোঃ শহীদুল ইসলাম বাদী হয়ে গত মঙ্গলবার (৩০ মে) রাতে লোহাগড়া থানায় ৫ টি পৃথক মামলা দায়ের করেন। সব কয়টি মামলাতে কাশিপুর ইউপি সচিব নূরুল ইসলামকে আসামী করা হয়েছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম মামলা দায়েরের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

(আরএম/এএস/মে ৩১, ২০১৭)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test