E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে বিড়ি শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন

২০১৭ জুন ০১ ২২:২১:০২
বাগেরহাটে বিড়ি শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি : জাতীয় সংসদে ঘোষিত বাজেটে বিড়ি শিল্পের জন্য পক্ষপাত ও বৈষম্যমূলক শুল্কনীতি এবং শতকরা ১৯৫ ভাগ বর্ধিত কর ধার্যের প্রতিবাদে বাগেরহাটে বিক্ষেভ ও মানববন্ধন করেছে শ্রমিকরা। বৃহস্পতিবার সন্ধ্যায় বাগেরহাটের মোল্লাহাট উপজেলা পরিষদের সামনে মানববন্ধন শেষে ইউএনও মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন বিড়ি শ্রমিকরা। বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন বাগেরহাট জেলা শাখার ব্যানারে মানববন্ধনে সহস্রাধিক বিড়ি শ্রমিক অংশ নেন।

বিড়ি শ্রমিক ফেডারেশন বাগেরহাট জেলা শাখার ব্যানারে মানববন্ধনে ৫শতাধিক বিড়ি শ্রমিক অংশ নেন। এসময় শ্রমিকরা চরম বৈষম্যমূলক শুল্কনীতির কারণে বর্তমানে বিড়ি শিল্প ধ্বংসের পথে। বাজেটে বিড়িতে বর্ধিত কর প্রত্যাহারের দাবি জানান শ্রমিকরা। তারা বলেন, এই শিল্পের সাথে সারা দেশে ১৭ লাখ বিড়িশ্রমিক জড়িত। এই শিল্প বন্ধ করে দেবার বিষয়ে সারাদেশের বিড়ি শ্রমিক ও তাদের পরিবার দিশেহারা হয়ে পড়েছে। বিকল্প কাজের সুযোগ সৃষ্টি না করে বিড়ি শিল্প বন্ধের এই বৈষম্যমূলক নীতি কোন ভাবে মেনে নেওয়া হবে না।

শ্রমিক নেতারা বক্তব্যে আরও বলেন, ২০০৯ সালেও দেশে ২১৮টি বিড়ি ফ্যাক্টরি ছিলো। বিড়ির উপর একের পর এক কর আরোপের কারণে বর্তমানে ৯০টি বিড়ি ফ্যাক্টরী চালু রয়েছে। ওই সব বিড়ি ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার কারণে এরিমধ্যে কয়েক লাখ বিড়ি শ্রমিক এবং তাদের পরিবার কষ্টে জীবনযাপন করছেন।

বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের বাগেরহাট জেলা কমিটির, আহ্বায়ক জাহাঙ্গীর আলম, মোল্লাহাট উপজেলা কমিটির সভাপতি আতিয়ার রহমান, বিড়ি শ্রমিক ফেডারেশনের নেতা ইব্রাহিম হোসেন, আলী হোসেন, হেদায়েত আলী, শেখ কাওসার আলী, শেখ হাসমত আলী প্রমুখ।

(একে/এএস/জুন ০১, ২০১৭)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test