E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সরকারি সফরে ফিলিপাইন-মালয়েশিয়া যাচ্ছেন পাবনার ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন

২০১৭ জুন ০৩ ১৩:১০:৩৩
সরকারি সফরে ফিলিপাইন-মালয়েশিয়া যাচ্ছেন পাবনার ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনা জেলায় শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের পর পর তিনবারের নির্বাচিত চেয়ারম্যান মো: মকবুল হোসেন।
শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি সফরে ফিলিপাইন ও মালয়েশিয়া যাচ্ছেন তিনি। আগামী ৬ জুন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মকবুল হোসেন দেশ দু’টি সফরে রওনা হবেন।

জানা গেছে, ইউপি চেয়ারম্যানদের কার্য মুল্যায়নে পাবনা জেলার মধ্যে হরিপুর ইউপি চেয়ারম্যান মকবুল হোসেনকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ৫ জুন ঢাকায় একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে।

কর্মশালা শেষে সারাদেশ থেকে নির্বাচিত শ্রেষ্ঠ ২০ জন ইউপি চেয়ারম্যান, একজন সচিব ও ৩ জন উপসচিবকে সরকারি উদ্যোগে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ফিলিপাইন ও মালয়েশিয়া সফরে পাঠানো হবে। এই দলে রয়েছেন হরিপুর ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন। আগামী ৬ জুন বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তারা রওনা হবেন। দেশ দু’টিতে আগামী ৭ জুন থেকে ১৬ জুন পর্যন্ত অবস্থান করে তারা বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণ ও অভিজ্ঞতা গ্রহণ করে ১৭ জুন দেশে ফিরবেন।

উল্লেখ্য, চাটমোহর উপজেলার হরিপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে ও মরহুম চেয়ারম্যান আলী আজগরের ছোট ভাই মো: মকবুল হোসেন হরিপুর ইউনিয়ন পরিষদে পরপর তিনবার নির্বাচিত চেয়ারম্যান। ব্যক্তিগত জীবনে ৩ কন্যা সন্তানের জনক। এলাকায় সজ্জন মানুষ ও জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত তিনি।

বর্তমানে হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আসন্ন চাটমোহর উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলে তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। বিদেশ সফরের জন্য মকবুল হোসেন ইউনিয়নের সর্বস্তরের মানুষের ও দলীয় নেতাকর্মীদের দোয়া কামনা করেছেন।

(এসেএইচএম/এসপি/জুন ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test