E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বালিয়াকান্দিতে প্রথম নারী ওসির যোগদান

২০১৭ জুন ০৩ ১৩:১৯:১৯
বালিয়াকান্দিতে প্রথম নারী ওসির যোগদান

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি থানায় প্রথমবারের মত এক নারী অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে যোগদান করলেন। নবাগত যোগদানকৃত  নারী পুলিশ অফিসারের নাম হাসিনা বেগম পিপিএম। তিনি বালিয়াকান্দিতে ২৪ তম ওসি হিসাবে যোগদান করেন।

আজ শনিবার বেলা ১১টায় বালিয়াকান্দি থানার বিদায়ী ওসি মো: জাহিদুল ইসলাম পিপিএম তাঁর দায়িত্ব বুঝে দেন।

রাজবাড়ী পুলিশ সুপার সালমা বেগম পিপিএম জানান, রাজবাড়ীতে নারী পুলিশ সুপার থাকলেও জেলার ৫টি উপজেলাতে কোন নারী ওসি ছিলনা। এবারই প্রথম তাকে নিয়োগ দেওয়া হলো। হাসিনা বেগম একজন চৌকস নারী পুলিশ কর্মকর্তা।

সে ১৯৯৭ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীর এসআই পদে যোগদান করেন। তিনি ২০০৫ সালে কঙ্গো, ২০০৯ সালে সুদান এবং ২০১৫ সালে হাইতিতে বিদেশে মিশনে কাজ করেন।সুদানে থাকা অবস্হায় তিনি পদোন্নতি পান। বালিয়াকান্দিতে যোগদানের আগে সে পাংশা থানার ওসি (তদন্ত) হিসাবে কর্মরত ছিলেন।

হাসিনা বেগমের বাড়ি বরিশাল জেলার হিজলা এলাকায়। তার স্বামী ফয়জুল হক শাকিল একটি বে-সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। নবম শ্রেণিতে পড়ুয়া নোশিন তাবাচ্ছুম জেরিন নামে একটি কন্যা সন্তান রয়েছে।


(ডিবি/এসপি/জুন ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test