E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলে লোডশেডিংয়ের প্রতিবাদে হারিকেন মানববন্ধন

২০১৭ জুন ০৪ ১২:৫১:০০
টাঙ্গাইলে লোডশেডিংয়ের প্রতিবাদে হারিকেন মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে রমজানে দিনে ও রাতে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং এর প্রতিবাদ ও নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সরবারহের দাবিতে হারিকেন নিয়ে মানববন্ধন করছে টাঙ্গাইলবাসী।

আজ রবিবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে “ভুক্তভোগী টাঙ্গাইলবাসী”র ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, চাকুরীজীবী, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের লোকজন নিজ উদ্যোগে হারিকেন, চার্জার লাইট, তাল পাখাও ব্যানার ফেষ্টুন হাতে নিয়ে অভিনব কায়দায় প্রতিবাদ জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহা সচিব গোলাম কিবরিয়া বড় মনি, জেলা বিএনপির সাধারন সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিককালে টাঙ্গাইলে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। সেহেরি এবং ইফতারের সময়ও লোডশেডিং থাকে। লোডশেডিংয়ের কারণে ভয়াবহ দুর্ভোগে পরেছে সকল বয়সী মানুষ। এ থেকে পরিত্রাণ পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে আগামী ৪৮ ঘন্টার মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানানো হয়।

যদি এই সময়ের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি সহনীয় পর্যায়ে না হলে বিদ্যুৎ অফিস ঘেরাও ও টাঙ্গাইল অচল করে দেয়ার আলটিমেটাম দেন ভুক্তভূগী জনসাধারণ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়।

(এনইউ/এসপি/জুন ০৪, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test