E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রূপগঞ্জে অস্ত্র উদ্ধার: আসামিদের রিমান্ডে চায় পুলিশ

২০১৭ জুন ০৪ ১৪:২৩:৩৪
রূপগঞ্জে অস্ত্র উদ্ধার: আসামিদের রিমান্ডে চায় পুলিশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপ-শহর থেকে বিপুলসংখ্যক অস্ত্র ও গোলা-বারুদ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার হওয়া পাঁচ আসামির দশ দিনের রিমান্ড চাইবে পুলিশ।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মইনুল হক বলেন, মামলার ছয় আসামির মধ্যে এ নিয়ে এজাহারভুক্ত পাঁচ আসামি গ্রেপ্তার করা হয়েছে। তাদের রবিবার আদালতে পাঠিয়ে দশ দিনের রিমান্ডের আবেদন করা হবে।

শনিবার সন্ধ্যায় উপজেলার পাসুন্দা থেকে পুলিশ মুরাদ নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করে। মামলার অপর আসামি শরীফ, শাহীন, শান্ত ও রাসেলকেও গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামি হৃদয় কাতারে অবস্থান করছেন।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান শনিবার গভীর রাতে এই ছয়জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাঈল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম জানান, পূর্বাচল লেক থেকে অস্ত্র উঠিয়ে নিজেদের হেফাজতে এবং বিভিন্ন স্থানে লুকিয়ে রাখার অভিযোগে ওই আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই মামলার সূত্র ধরেই মূলহোতাদের খোঁজার চেষ্টা চলছে। অস্ত্রের উৎস খুজছে পুলিশ। এসব অস্ত্র কোন দেশের তৈরি, তা জানা গেলেই- জানা যাবে কারা, কেন এসব অস্ত্র এনেছিল।

বৃহস্পতিবার গভীর রাত থেকে রূপগঞ্জের পূর্বাচলে ৫নং সেক্টর ও পূর্বাচলের ব্লু সিটি হাউজিং এলাকাতে ৬২টি সাব মেশিন গান (এসএমজি), দূরবীণ যুক্ত দুটি রকেট লঞ্চার, ৪৪টি ম্যাগজিন, ৭ পয়েন্ট ৬২ বোর ও নাইন এমএম ৫টি পিস্তল, দুটি ওয়াকিটকি, ৪২ হ্যান্ড গ্রেনেড ও ৫ বস্তা বিপুল সংখ্যক গুলি, ডেটোনেটর, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

শুক্রবার ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত পূর্বাচল উপশহরের ৫নং সেক্টরের যে লেক থেকে অস্ত্র, গোলাবারুদ, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে সেখানে শনিবারও তল্লাশি চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে সেখানে নতুন করে কোনো অন্ত্র পাওয়া যায়নি।

আজ রবিবার সকাল থেকে সেখানে আরও ব্যাপকভাবে তল্লাশি করা হচ্ছে। পানি সেচে সেখানে তল্লাশি করা হবে। ইতোমধ্যে পানি সেচ কার্যক্রম চলছে। সেখানে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে।

(ওএস/এসপি/জুন ০৪, ২০১৭)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test