E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাংশায় লোকনাথ ব্রহ্মচারীর ১২৭তম তিরোধান দিবস পালিত

২০১৭ জুন ০৪ ১৪:৩০:১৫
পাংশায় লোকনাথ ব্রহ্মচারীর ১২৭তম তিরোধান দিবস পালিত

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ী জেলার পাংশায় গত শনিবার ৩জুন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১২৭তম তিরোধান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে পাংশা কেন্দ্রীয় কালীমন্দিরে বিশেষ পূজা, কীর্ত্তণ, আলোচনা ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়।

পাংশা উপজেলা লোকনাথ বাবা সেবা সংঘের সভাপতি বাবুল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারণ সম্পাদক নির্মল কুমার বাগচী, সহ-সাধারণ সম্পাদক সনজয় কুন্ডু ও সাংগঠনিক সম্পাদক রতন কুমার দে প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সাধনায় সিদ্ধ মহাপুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবা অর্জিত অনেক অসাধারণ ক্ষমতা লোক কল্যাণে প্রয়োগ করেছেন। তাই তিনি হয়েছেন লোকের নাথ, লোকনাথ। তাঁর বিশ্বাস হলো আত্মাকে দেখা, আত্মাকে ব্রহ্মজ্ঞানে উপলব্ধি করা।

অনুষ্ঠানে সনাতন ধর্মের বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। শেষে উপস্থিত কয়েকশত ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

উল্লেখ্য, শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১২৭তম তিরোধান দিবস উপলক্ষে পাংশা কেন্দ্রীয় কালীমন্দিরে আলোকসজ্জ্বা করা হয়।

(এমএইচকে/এসপি/জুন ০৪, ২০১৭)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test