E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঠাকুরগাঁওয়ে চলাচলের রাস্তা বন্ধ: পুকুরে বাঁধ দিয়ে হাটছে হেম বালা

২০১৭ জুন ০৫ ১৬:০১:৫৬
ঠাকুরগাঁওয়ে চলাচলের রাস্তা বন্ধ: পুকুরে বাঁধ দিয়ে হাটছে হেম বালা

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে একই শরিকের দুই পরিবারের মধ্যে জমি নিয়ে দীর্ঘ দিন ধরে দ্বন্দ চলে আসছিল।এমন অবস্থায় একটি পক্ষ আরেকটি পক্ষের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়ে বসতভিটা দখলের হুমকি দেওয়ায় চরম নিরাপত্তাহীনতা ও দুর্ভোগে পড়েছে হেমলতা বালার পরিবার।

সরেজমিনে গিয়ে দেখা যায়, চলাচলের একমাত্র রাস্তাটি অতুল চন্দ্র গং বাঁশ ও কাঁটা দিয়ে বন্ধ করে দিয়েছে ফলে হেমবালা নিরুপায় হয়ে কিছুদিন পুকুরের পানি পেরিয়ে যাতায়াত করে।পরে স্থানীয়দের সহযোগিতায় পুকুরে বালির বস্তা ফেলে কোনরকম যাতায়াতের ব্যবস্থা করে যা বর্ষাকালে ভেসে যাওয়ার সম্ভবনা।

ভুক্তভোগি হেমবালা বলেন,আমার স্বামীর পৈতৃক ভিটায় দীর্ঘদিন ধরে বসবাস করছি।কিন্তু শরিকরা আমার যাতায়াতের পথ বন্ধ করে দিয়ে আমার বসতভিটা দখলের হুমকি দিচ্ছে।বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।

ঐ এলাকার ইউপি সদস্য মো: দবিরুল জানান,ভুক্তভোগি পরিবার ও তাদের শরিকদের সাথে একাধিকবার শালিস বৈঠক হয়েছে।কিন্তু কোন ফলপ্রসু সমাধান সম্ভব হয়নি।পরবর্তীতে তাদের আইনের আশ্রয় নিতে বলা হয়েছে।

এ ব্যাপারে ভুক্তভোগি হেমবালার ছেলে নিমাই জানায় আমরা গত ফেব্রুয়ারী মাসে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।কিন্তু পুলিশও এর সমাধান দিতে পারছে না।

অভিযোগের প্রেক্ষিত সদর থানা থেকে তদন্তে যান এএসআই ফিরোজ।তার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,উভয় পক্ষকে বিষয়টি সামাজিকভাবে বসে মিমাংসা করতে বলা হয়েছে।

এ ব্যাপারে পথরোধ করা পরিবারের প্রধান অতুল চন্দ্র বলেন,আমরা আমাদের জমিতে ঘেরা দিয়েছি।এতে কারো চলাচলে বাধা সৃস্টি হলে কি করার আছে।জমি দখলের হুমকির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,তারা আমাদের জমি না বুঝিয়ে দিয়ে বাড়ী ঘেরা দেওয়ায় তা ভেঙ্গে দেওয়া হয়েছে।জমি দখলের হুমকি ভিত্তিহীন।

(এফআইআর/এসপি/জুন ০৫, ২০১৭)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test