E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে বিদ্যুতের প্রকৌশলীর অপসারণের দাবিতে বিক্ষোভ

২০১৭ জুন ০৫ ২১:২৭:৫৩
গৌরীপুরে বিদ্যুতের প্রকৌশলীর অপসারণের দাবিতে বিক্ষোভ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) তহুর উদ্দিন ট্রান্সফর্মার মেরামত বাবদ উৎকোচ নিয়ে ট্রান্সফরমার সচল করার মাত্র ১ ঘন্টার মধ্যে আবারও বিকল হয়ে যাওয়ায় প্রকৌশলীর অপসারণের দাবিতে সোমবার বোকাইনগর ইউনিয়নের হাজার বিদ্যুৎ গ্রাহক বিক্ষোভ মিছিল করে। এ ইউনিয়নের গড়পাড়া গ্রামের হাজার গ্রাহক লক্ষাধিক টাকা চাঁদা দিয়ে আবাসিক প্রকৌশলী উৎকোচ প্রদান করে। কিন্ত ১ঘন্টার মধ্যে আবারও বিকল হয়ে যাওয়ায় বিদ্যুৎ বিভাগের গাড়ীসহ ৪জন কর্মচারীকে বিক্ষুব্ধ এলাকাবাসী আটক করে রাখে। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার আহম্মদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, জনতার হাতে আটক শ্রমিকদের উদ্ধারের জন্য চেষ্টা চলছে।

এলাকাবাসী জানান, প্রায় দুই সপ্তাহ আগে গড়পাড়া মোড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের ট্রান্সফরমারটি বিকল হয়ে যায়। এর ফলে ইউনিয়নের গড়পাড়া, ফুলহর, কান্দাপাড়া, ভিটাপাড়া ও উত্তরপাড়াসহ পাঁচ গ্রামের প্রায় হাজার গ্রাহক বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত হয়ে পড়ে। নতুন ট্রান্সফরমার স্থাপনের জন্য এলাকাবাসী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে অফিসের কর্মকর্তারা লক্ষাধিক টাকা উৎকোচ দাবি করেন। এরপর বিদ্যুৎ গ্রাহকরা সম্মিলিত ভাবে এক লাখ দশ হাজার টাকা যোগাড় করে শনিবার (৩ জুন/১৭) বিদ্যুৎ অফিসে জমা দেন। রোববার (৪জুন/১৭) বিকালে ট্রান্সফরমার স্থাপন করে। স্থাপনের পরপরই ট্রান্সফরমারটি বিকল হয়ে যায়। ফলে পাঁচ গ্রামের আবারও অন্ধকার নামে। গ্রাহকরা বিদ্যুৎ বিভাগে বারবার অভিযোগ দিয়েও সুরাহা পায়নি। ফলে সোমবার বিকালে বিদ্যুৎ অফিসের কর্মচারীরা অচিন্তপুর ইউনিয়নে বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাজ করতে গেলে বোকাইনগরের বিক্ষুব্ধ গ্রাহকরা তাদের গাড়িসহ এখলাস উদ্দিন, মোঃ ইসরাইল, মোঃ কামরুল হাসান, গাড়িচালক জাকারিয়াকে আটক করে। অবিলম্বে নতুন ট্রান্সফরমার স্থাপন, চাঁদার টাকা ফেরত ও উপজেলা প্রকৌশলীর অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করে।

গড়পাড়ার মোঃ হারুন, মোঃ কাজল মিয়া, আজিজ ফকিরসহ একাধিক গ্রাহক জানান, শনিবার বিদ্যুৎ অফিসে গিয়ে উপজেলা প্রকৌশলী তহুর উদ্দিনকে একলাখ দশ হাজার টাকা দেওয়া হয়েছে। কিন্তু ট্রান্সফরমার স্থাপনের পরপরই ট্রান্সফরমারটি বিকল হয়ে যায়। এরপর তাদের সাথে যোগাযোগ করা হলে তারা নানারকম টালবাহানা শুরু করে। বিদ্যুৎ না থাকায় পবিত্র রমজান মাসে আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে উপজেলা প্রকৌশলী (বিদ্যুৎ) তহুর উদ্দিন সাংবাদিকদের জানান, টাকা নেওয়ার অভিযোগ সত্য নয়। তবে দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সঞ্চালন লাইন ঠিক করা হবে।

(এসআইএম/এএস/জুন ০৫, ২০১৭)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test