E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধার ছেলের অভিযোগ

২০১৭ জুন ০৭ ১৫:৩৬:৩৭
বাগেরহাটে সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধার ছেলের অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাটে ঘুষের টাকা না দেওয়া মুক্তিযোদ্ধা তালিকা থেকে হাফেজ শেখ নামে এক মুক্তিযোদ্ধার নাম তালিকাভুক্ত করেননি উপজেলা নিবার্হী অফিসার। এমনই অভিযোগ ইউএনও’র বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন মোল্লাহাট উপজেলার গাংনী ইউনিয়নের নগরকান্দি গ্রামের বাদশা শেখ।

সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে বাদশা শেখ বলেন, তার বাবা হাফেজ শেখ ১৯৭১ সালে ভারতের প্রশিক্ষণ নিয়ে যশোর হয়ে নগরকান্দি ক্যাম্পে যোগদেন এবং যুদ্ধে অংশ নেন। তবে কোন তালিকায় তাকে মুক্তিযোদ্ধা হিসাবে তালিকাভুক্ত করা হয়নি।

২০১৪ সালে সরকার পুনরায় মুক্তিযোদ্ধা তালিকাভূক্তির করার সুযোগ দিলে আমরা আবেদন করি। যার ডিজি নং- ১৫৩৮৬৪। সাম্প্রতি মুক্তিযুদ্ধা তালিকা হালনাগাত করতে যাচাই বাছাই শুরু হলে চলতি বছরের ৯ ফেব্রুয়ারি মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে বোডের সভা হয়। ওই সভায় সবার স্বাক্ষ্য অনুয়ায়ী আমার বাবা হাফেজ শেখকে মুক্তিযুদ্ধা হিসাবে অন্তর্ভূক্ত করার সুপারিশ করা হয়। এরপর আমার কাছে ইউএনও শামিম হাসান ও ইউএনও অফিসের কয়েকজন কর্মচারী আমার কাছে দুই লাখ টাকা ঘুষ দাবি করে। আমি তাদের দাবিকৃত টাকা না দেওয়ায় আমার বাবাকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

বাদশা শেখ আরও বলেন, বিষয়টি নিয়ে আমি গত ১৪ মে জেলা প্রশাসকের কাছে ওই ইউএনওর ঘুষ দাবির বিষয়ে লিখিত অভিযোগ জানাই। পরে জানতে পারি ইউএনও’র বিরুদ্ধে করা ওই অভিযোগের তদন্ত ইউএনও’র কাছেই দিয়েছেন জেলা প্রশাসন। এতে আমি ন্যায় বিচার থেকে বঞ্চিত হব বলে আশঙ্কা করছি। আমার বাবা শেষ জীবনে যেন মুক্তিযোদ্ধা হিসাবে তালিকাভূক্ত হন এবং মুক্তিযোদ্ধা তালিকা নিয়ে যারা ঘুষ দুর্নীতি করছে তাদের রিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

এবিষেয় জানতে মোল্লাহাটের ইউএনও শামিম হাসানের সাথে যোগাযোগ কার হলে তিনি ওই অভিযোগ অস্বীকার করে বলেন, মুক্তিযোদ্ধার তালিকা তৈরী করা আমার একতিয়ার নয়। এখানে একটি কমিটি আছে, যাছাই-বাছাই করা তাদেও দায়িত্ব। আমি বাদশা নামের কোন ব্যাক্তিকে চিনি না। তার কাছে টাকা যাওয়ার প্রশ্নই আসেনা। আমার বিরুদ্ধে অহেতুক কাল্পনিক অভিযোগ করা হয়েছে।

(একে/এএস/জুন ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test