E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হোমিওপ্যাথিক চিকিৎসা নিরোগ বাংলাদেশ গড়তে হাতিয়ার হিসাবে কাজ করবে

২০১৪ এপ্রিল ১০ ১৮:৪১:২০
হোমিওপ্যাথিক চিকিৎসা নিরোগ বাংলাদেশ গড়তে হাতিয়ার হিসাবে কাজ করবে

স্টাফ রিপোর্টার, ঢাকা : পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, হোমিওপ্যাথি একটি পার্শ্বপ্রতিক্রিয়াহীন চিকিৎসা, যা বাংলাদেশের গ্রাম বাংলার বিভিন্ন পেশার মানুষের চিকিৎসার অন্যতম মাধ্যম হিসেবে প্রভূত ভূমিকা পালন করছে। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য দরকার সুস্থ ও সবল জনশক্তি। হোমিওপ্যাথিক চিকিৎসা নিরোগ বাংলাদেশ গড়তে একটি শক্তিশালী হাতিয়ার হিসাবে কাজ করবে।

মন্ত্রী আজ জাতীয় প্রেস ক্লাবে ‘প্রথম বিশ্ব হোমিওপ্যাথি দিবস’ পালন উপলক্ষে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালন কমিটির চেয়ারম্যান ডা. আলমগীর মতি’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডা. এম এ কাদের, ডা. আক্তার জাহান, ডা. জাহিদা আক্তার ও ডা. মো. রিয়াজ উদ্দিন রিয়াজ।

শাজাহান খান চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, রোগীর আসল রোগটা চিহ্নিত করাই বড় কথা, সাথে সঠিক ঔষুধ সেবনের উপদেশের মাধ্যমে রোগী ভাল হলে ডাক্তারের সুনাম বাড়ে। ডাক্তার ও গবেষকদের লজিস্টিক সাপোর্টের বিষয়ে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে। তিনি বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা হোমিওপ্যাথিক চিকিৎসার উপর অনুরুক্ত হয়ে ১৯৯৮ সালে ১৫ জন হোমিওপ্যাথিক চিকিৎসককে সরকারি হাসপাতালসমূহে নিয়োগ দেন এবং ২০১৩ সালে আরো ৯৩ জন হোমিও চিকিৎসককে নিয়োগের কার্যক্রম গ্রহণ করেছেন, যা এখন প্রক্রিয়াধীন।

শাজাহান খান বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা মানুষের মন থেকে মুছে ফেলার অপচেষ্টা হিসেবে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন সময় মিথ্যা তত্ব উপহার দিচ্ছেন। সম্প্রতি লন্ডনে তারেক রহমান ‘‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম ‘অবৈধ প্রধানমন্ত্রী’ ছিলেন’’ বলে মন্তব্য করার প্রেক্ষিতে মন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারনকারী সরকারই দেশের উন্নয়ন করতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার চিকিৎসাক্ষেত্রসহ সকল ক্ষেত্রে অনেক উন্নয়ন সাধন করেছে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় রাষ্ট্র পরিচালনার মাধ্যমে ২০২১ সাল নাগাদ বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করা হবে।

শাজাহান খান বলেন, ধর্মব্যবসায়ীরা ধর্মের নামে, বিএনপি-জামায়াত জোট যুদ্ধাপরাধীদের বিচার বানচাল ও তাদের রক্ষা করার জন্য সন্ত্রাসী কর্মকাণ্ড ও তাণ্ডব চালায়। কিন্তু তাদের সে উদ্দেশ্যে সফল হয়নি। যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে তারা অসংখ্য মানুষ হত্যা করেছে। রাজনৈতিক উদ্দেশ্যে হাসিলের জন্য যারা মানুষ খুন করেছে, তারা পাপী। পাপীদের বিচার করে বাংলাকে পাপমুক্ত করা হবে।

(এসএস/এটি/এপ্রিল ১০, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test