E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পশুর চ্যানেলে কার্গো ডুবি, শুরু হয়নি উদ্ধার অভিযান

২০১৭ জুন ০৮ ১৪:৪৫:৪১
পশুর চ্যানেলে কার্গো ডুবি, শুরু হয়নি উদ্ধার অভিযান

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোংলা বন্দরের সুন্দরবনের হাড়বাড়িয়া এলাকার পশুর চ্যানেলে ডুবে যাওয়া জাহাজটি মঙ্গলবার বিকাল (৫টা) পর্যন্ত ৩৬ ঘন্টা পার হলেও উদ্ধার অভিযান শুরু হয়নি। সোমবার ভোরে বন্দরের পশুর চ্যানেলে সুন্দরবনের হাড়বাড়িয়ার ৪ নম্বর এ্যাংকোরেজে অবস্থানরত এম,ভি ‘আতিকিএসবি’ নামক বিদেশী জাহাজ থেকে প্রায় ৮শত ২৫ মে: টন স্লাগ-বাল্ক (সিমেন্ট তৈরির কাজে জাহাজে আমদানীকৃত পণ্য) বোঝাই করে কার্গো জাহাজ ‘এমভি সেবা’ যাত্রাকালে বিদেশী ওই জাহাজটি সাথে ধাক্কা লেগে তলা ফেটে ডুবে যায়।

সুন্দরবনের পশুর চ্যানেলে কার্গো ডুবির ঘটনা ও সুন্দরবনের ক্ষতি নিরুপনে খুলনা বিভাগের পরিবেশ অধিদপ্তরের পরিচালক হাবিবুল হক খানের নেতৃত্বে একটি দল মঙ্গলবার দুপুরে ডুবে যাওয়া এলাকা পরিদর্শন করেন। প্রতিনিধি দলটি কার্গোটি ডুবে যাওয়ার স্থানের পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষা নীরিক্ষা করেন। এসময়ে পূর্ব সন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম তাদের সাথে ছিলেন। এদিকে সুন্দরবনের পর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের এসিএফ মেহেদীজ্জামানকে প্রধান করে বন বিভাগের ৩ সদস্যের তদন্ত কমিটি মঙ্গলবার সকাল থেকেই সুন্দরবনের জলজ সম্পদসহ জীববৈচিত্র্যের সাম্ভব্য ক্ষয়ক্ষতি নিরোপনে কাজ শুরু করেছে।

মোংলা বন্দর হারবার মাষ্টার কমান্ডার ওয়ালিউল্লাহ জানান, মোংলা বন্দর কর্তৃপক্ষ ডুবে যাওয়া কার্গোটির মালিক মেসার্স জামাল এন্টারপ্রাইজের মালিক মনিরুজ্জামানকে ১৫ দিনের সময় বেঁধে দিয়েছে কার্গোটি পশুর চ্যানেল থেকে অপসারণের জন্য চিঠি দেয়া হয়েছে। অন্যথায় মোংলা বন্দরের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে।

(একে/এএস/জুন ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test