E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রায়পুরে বর্ধিত সভার বদলে ইফতার পার্টি, ক্ষুব্ধ তৃণমূল নেতা-কর্মীরা

২০১৭ জুন ০৮ ১৪:৫৩:৫৪
রায়পুরে বর্ধিত সভার বদলে ইফতার পার্টি, ক্ষুব্ধ তৃণমূল নেতা-কর্মীরা

রায়পুর (লক্ষ্ণীপুর) প্রতিনিধি : লক্ষ্ণীপুরের রায়পুর উপজেলা ও পৌর আওয়ামীলীগের বুধবার (৭ জুন) সন্ধ্যায় বর্ধিত সভা ডেকে তার বদলে জনসভা করে ইফতার পার্টি করায় তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে উঠেন। তাদের অভিযোগ, দলের তৃণমূল নেতা-কর্মীদের দূরত্বের সৃষ্টি করার জন্যই নেতা-কর্মীদের ক্ষোভের কথা জেলা ও স্থানীয় আওয়ামীলীগ শুনতে আগ্রহী নন। এ জন্য তাঁর অনুরোধে কেন্দ্রীয় নেতারা উপজেলা আওয়ামী লীগের আহ্বান করা বর্ধিত সভা এড়িয়ে জনসভা করে ইফতারের আয়োজন করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি লক্ষ্ণীপুর জেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনের আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মাহবুবুল আলমসহ জেলা আওয়ামীলীগের বর্ধিত সভা করে একাদশম জাতীয় সংসদ নির্বাচনে জেলার পাঁচটি উপজেলায় আওয়ামীলীগের প্রার্থী বিজয় নিশ্চিত করতে দলের মধ্যে মতানৈক্য ও ভুল-বোঝাবুঝির আবসানে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে সকল উপজেলায় দ্রুত বর্ধিত সভা করে সম্মেলনের আহ্বান করে সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাদের সম্পৃক্ত করে ভবিষ্যতের কর্মপরিকল্পনা প্রণয়ন ও আওয়ামীলীগের সদস্য সংগ্রহের কাজ বাস্তবায়নে আন্তরিক হওয়ার পরামর্শ দেওয়া হয়।

এতে রায়পুর উপজেলা ও পৌর আওয়ামীলীগ মার্চ্চেন্টস্ একাডিমী মাঠে বুধবার বিকালে দলের বর্ধিত সভা, সদস্য সংগ্রহ কর্মসূচি ও ইফতার পার্টির আয়োজন করেন। দীর্ঘদিন পর দলের বর্ধিত সভার কথা শুনে সকল নেতাকর্মী সভায় যোগদান করেন। কিন্তু বর্ধিত সভা না করে তার পরিবর্তন করে জনসভার মাধ্যমে ইফতার পার্টি করায় ক্ষুব্ধ হয়ে উঠেন তৃণমূলেল নেতাকর্মীরা।

ইফতার পার্টিতেয় উপজেলা আওয়ামীলীগের ভাপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদের সভাপতিত্বে ও পৌর আহ্বায়ক কাজী জামশেদ কবির বাক্কী বিল্লাহ সঞ্চালনায় উপস্থিতি জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সম্পাদক এডভোটেক নুর উদ্দিন চৌধুরী নয়ন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সাবেক আওয়ামীলীগের প্রার্থী অধ্যাপক ডাঃ এহসানুল কবির জগলুল ও উপজেলা আওয়ামীলীগের সম্পাদক ইসমাইল খোকন প্রমুখ। তবে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হারুনুর রশিদ উপস্থিত থাকার কথা থাকলেও তিনি অনুষ্ঠানে ছিলেন না।

৩নং ওয়ার্ডের কাউন্সিলর ছগির আহম্মেদ, ১নং ইউপি চেয়ারম্যান ও সাবেক জেলা আওয়ামীলীগের সভাপতি সহিদ উল্যা বিএসসিসহ দলের বেশ কয়েকজন নেতাকর্মীরা জানান, দল ক্ষমতায় আসার পর উপজেলা আওয়ামী লীগের কোনো বর্ধিত সভা হয়নি। সম্মেষন হচ্ছে না প্রায় ১৪ বছর। কমিটির বেশি ভাগ নেতা মৃত্যু বরণ করেছেন। উপজেলা আওয়ামীলীগের নেতাদের বিরুদ্ধে তৃণমূলের ক্ষোভের শেষ নেই। তৃণমূলের কথা শুনে তাঁদের অসন্তোষ ও ক্ষোভ দূর করে সংগঠনকে গুছিয়ে নেওয়ার জন্য তাই তাঁরা বর্ধিত সভা আয়োজন করতে চেয়েয়ছিলেন। কিন্তু রহসজনক কারণে বর্ধিস সভা না করায় তৃণমূলের ক্ষোভ জিইয়ে রাখা হলো। তবে জেলা নেতারা বলেছেন ঈদের পর বর্ধিত সভা করে সম্মেলনের তারিখ নির্ধারণ করা হবে।

নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের কয়েকজন কর্মী বলেন, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী দায়িত্বশীল নেতাদের বিভিন্ন কর্মকান্ডে দলের ওপর বিরক্ত হয়ে দলীয় কর্মকান্ড থেকে নিজেদের গুটিয়ে নিয়েছেন। বর্ধিত সভার মাধ্যমে এসব নেতা-কর্মীর ক্ষোভ দূর করা যেত। কিন্তু সে সুযোগ হাতছাড়া হয়েয়ে গেলে।

জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সাবেক রায়পুর আসনের আওয়ামীলীগের প্রার্থী অধ্যাপক ডাঃ এহসানুল কবির জগলুল বলেন, মাঠপর্যায়ের কর্মীরাই আওয়ামী লীগের প্রাণ। নির্বাচনে জয়লাভ করতে হলে তাঁদের মতামত উপেক্ষা করা যাবে না। সকল কেন্দ্রে তাই আমাদের ভরসা। তাদের ছাড়া কেন্দ্রে কোন বিকল্প নেই।

উপজেলা আওয়ামীলীগের সম্পাদক ইসমাইল খোকন বলেন, বর্ধিত সভা হবে দলের ক্লোজ ডোরে। ইফতার পার্টিতে বর্ধিত সভার করে তৃণমূল নেতা-কর্মীদের ক্ষোভের কথা শোনা এটা দরের কাজ নয়। এছাড়াও সম্মেলন করার জন্য কেন্দ্রীয় ও জেলার নেতাদের আমিও সুপারিশ করছি। তবে সম্মেলন না হলেও আওয়ামীলীগে কোন কোন্দল নেই রায়পুরে।

(এমআরএস/এসপি/জুন ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test