E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত

২০১৭ জুন ০৮ ১৬:৫০:১৪
নওগাঁয় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত

নওগাঁ প্রতিনিধি : বুধবার দিনগত রাত সোয়া ১২টার দিকে নওগাঁর মান্দায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ ডাকাত নিহত ও ১জন গুলিবিদ্ধ হয়েছে। এসময় এক এসআইসহ ২ পুলিশ আহত হয়েছে। মান্দা উপজেলার চৌবাড়িয়া বাজারে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। নিহত ডাকাতদের একজনের নাম মোজাম্মেল হক (৩৫) ও অপরজন সুজন (৩০)। পুলিশ আত্মরক্ষার জন্য ১২ রাউন্ড শর্টগানের এবং ৪ রাউন্ড পিস্তলের গুলি ছোঁড়ে।

মান্দা ও নিয়ামতপুর থানা সুত্র জানায়, নিহত মোজাম্মেল হক চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার খেসবা গ্রামের আজাদ ডাকাতের পুত্র ও অপর ডাকাত দড়িখরবোনা গ্রেটার রোড় রাজশাহীর নজরুল ইসলামের ছেলে সুজন। অন্যদিকে গুলিবিদ্ধ অবস্থায় চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার পীরপুর সাহানাপাড়া গ্রামের ছাদের আলীর ছেলে ইমরান আলী (৩৮) ও নওগাঁর নিয়ামতপুর উপজেলার বদলপুর গ্রামের জবুলের ছেলে জামরুল (৩৫) কে আটক করা হয়েছে। ডাকাতদের সঙ্গে গুলি বিনিময়ের সময় নিয়ামতপুর থানার এসআই লালবুর রহমান ও কনষ্টেবল হারুন অর রশিদ আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বেশকিছু দেশিয় অস্ত্র ও ডাকাতদের বাহন একটি ট্রাক জব্দ করেছে পুলিশ।

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম খান জানান, বুধবার রাত ১১টার দিকে গোপন সংবাদে তিনি জানতে পারেন, সংঘবদ্ধ একদল ডাকাত ট্রাকযোগে মান্দার চৌবাড়িয়া বাজার কিংবা বাজার সংলগ্ন নিয়ামতপুর এলাকায় ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করছে। খবরে নিয়ামতপুর থানার ওসির নেতৃত্বে ও মান্দা থানা পুলিশ, বাজারের নৈশ্যপ্রহরীসহ চৌবাড়িয়া মাছ বাজারের সামনের রাস্তায় ড্রাম দিয়ে বেরিকেড সৃষ্টি করে অবস্থান নেয়। ওসি রফিকুল ইসলাম আরো জানান, ৯-১০ জনের ডাকাতদলটি পুলিশের বেরিকেড ভেঙ্গে পালানো চেষ্টা করে। তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় এবং ট্রাক চাপা দেয়ার চেষ্টা করে। এসময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে তিন ডাকাত গুলিবিদ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে মান্দা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডাকাত মোজাম্মেল হক ও সুজনকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ ইমরান ডাকাতকে রাতেই নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিয়ামতপুর থানার ওসি বাদি হয়ে মান্দা থানায় পৃথক দুইটি মামলা দায়ের করেছেন। ডাকাতরা আন্তঃজেলা ডাকাত ও গরু চোর চক্রের সদস্য। এদের বিরুদ্ধে থানায় ৫ থেকে ৬টি ডাকাতি ও হত্যা মামলা রয়েছে। আহত ডাকাতদের গ্রেফতার করে চিকিৎসাধীন রাখা হয়েছে এবং নিহতদের লাশ ময়রা তদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গোলাগুলির সময় অন্যান্য অস্ত্রধারী ডাকাতরা পালিয়ে গেছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

(বিএম/এএস/জুন ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test