E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘শিক্ষাকে জাতীর দোরগোড়ায় পৌছাতে শিক্ষা কর্মকর্তাদের ভুমিকা গুরুত্বপূর্ণ’

২০১৭ জুন ০৯ ১৩:১৯:৩৫
‘শিক্ষাকে জাতীর দোরগোড়ায় পৌছাতে শিক্ষা কর্মকর্তাদের ভুমিকা গুরুত্বপূর্ণ’

নীলফামারী প্রতিনিধি : শিক্ষাকে জাতীর দোরগোড়ায় পৌছাতে উপজেলা শিক্ষা কর্মকর্তাগন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন বলে জলঢাকা উপজেলা শিক্ষা অফিসার আশরাফ উজ জামান সরকারের বিদায় অনুষ্ঠানে কথাগুলো বলেন দিনাজপুর শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন।

বৃহস্পতিবার বিকেলে জলঢাকা পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগনের আয়োজনে অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহঃ রাশেদুল হক প্রধান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল ভৌমিক, সাবেক প্রধান শিক্ষক জমশেদ আলী, লুৎফর রহমান বিএসসি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দেলোওয়ার হোসেন, জলঢাকা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান বিএসসি, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম ওয়ারেছ আলী প্রমুখ।

বিন্যাকুড়ি বিসি সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহসিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছীট মীরগঞ্জ ফাজিল মাদরাসার প্রভাষক আবু জাফর, আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল আলম ও কাঠালী এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন। প্রধান অতিথির বক্তব্য তিনি আরো বলেন সরকার শিক্ষা নিয়ে অনবরত কাজ করছে কিভাবে সকল মানুষকে শিক্ষার আওতায় আনা যায়।

(এমআইএস/এসপি/জুন ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test