E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে থাকবে আনসার : সেতুমন্ত্রী

২০১৭ জুন ০৯ ১৪:২২:২৮
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে থাকবে আনসার : সেতুমন্ত্রী

মুন্সিগঞ্জ প্রতিনিধি : আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কের ১০টি পয়েন্টে ৩ শতাধিক আনসার মোতায়েনসহ ৫টি পয়েন্টে ১৫টি আইপি ক্যামেরা স্থাপন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া মহাসড়কের প্রবেশ পথগুলো দখলমুক্ত রাখার নির্দেশনাও দিয়েছেন তিনি।

শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা মাওয়া মহাসড়কের মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় বিআরটিএর মোবাইল কোর্ট পরিচালনা পরিদর্শনকালে একথা বলেন তিনি।

এসময় মন্ত্রী বলেন, বিএনপির নীতি নির্ধারকরা বলছেন তারা শেখ হাসিনার অধীনে নির্বাচন করবে না, আবার একতরফা নির্বাচনও করতে দেবে না। বিএনপি আসলে কী চায় তারা নিজেরাই জানে না।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিআরটিএর আদালত-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুস সালাম। এসময় ২৮টি মামলা ও ২২ হাজার ৩শ টাকা জরিমানা আদায় করা হয়।

(ওএস/এসপি/জুন ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test