E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাইগার টিমের বঙ্গবন্ধু এওয়ার্ড অর্জন, বাগেরহাটে আনন্দ অনুষ্ঠান

২০১৭ জুন ০৯ ১৫:৫৭:৪২
টাইগার টিমের বঙ্গবন্ধু এওয়ার্ড অর্জন, বাগেরহাটে আনন্দ অনুষ্ঠান

বাগেরহাট প্রতিনিধি : ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) বন ও বন্যপ্রাণি সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ “বঙ্গন্ধু এওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ বনজাভেশন ২০১৭” পুরষ্কার পেয়েছে। এই উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে শরণখোলা প্রেসক্লাবে এক আনন্দ অনুষ্ঠান করেছে বাগেরহাটের শরণখোলার ভিটিআরটি টিমের সদস্যরা।

আনন্দ অনুষ্ঠানে বিস্তারিত তুলে ধরেন ওয়াইল্ডটিমের সিনিয়র ফিল্ড এসিন্ট্যান্ট লাবন্য হালদার জানান, গত ৪ জুন ঢাকা বঙ্গবন্ধু আন্তর্জাকিত সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপন ও বৃক্ষমেলা ২০১৭ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পুরষ্কার প্রদান করেন। ভিটিআরটি’র পক্ষে পুরষ্কার গ্রহন করেন ভিলেজ টাইগার রেসপন্স টিমের নারী সদস্য রিংকু মন্ডল।

২০০৩ সাল থেকে ভিটিআরটি জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণে সুন্দরবন সন্নিহিত ৭৬টি গ্রামে প্রত্যক্ষভাবে কাজ করছে। বর্তমানে ভিটিআরটি’র ৪৯টি টিমের মোট ৩৪০ জন সদস্য রয়েছে। যারা মানুষ-বাঘ সংঘাত নিরসন, বাঘ কর্তৃক গবাদিপশু হত্যা কমানো, বন ও বন্যপ্রাণি রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং টেকসইভাবে বনজ সম্পদ আহরণে জনগণকে উদ্বুদ্ধ করে চলেছে।

শরণখোলা প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান মিলনের সভাপতিত্বে এ আনন্দ অনুষ্ঠানে আলোচনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাংবাদিক শেখ মোহাম্মদ আলী, ইসমাইল হোসেন লিটন, মহিদুল ইসলাম, আ. মালেক রেজা, সান্তানুর রহমান খোকন, টিএম মিজানুর রহমান, আনোয়ার হোসেন, মিজানুর রাকিব, মনিরুজ্জামান আকন, আসাদুজ্জামান স্বপন, ওয়াইল্ডটিমের স্থানীয় প্রতিনিধি আলম হোসেন ও নূর আলম।

(একে/এএস/জুন ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test