E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বদলগাছীর মতিপুকুর রাস্তার কালভাট এখন মরণ ফাঁদে পরিনত!

২০১৭ জুন ০৯ ১৬:০৯:৩৬
বদলগাছীর মতিপুকুর রাস্তার কালভাট এখন মরণ ফাঁদে পরিনত!

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছী সদর ইউনিয়নের চাংলা-শেরপুর রাস্তাটির মুতিপুকুর নামক স্থানে কালভাটটি ভেঙ্গে মৃত্যুকূপে পরিনত হয়েছে। এছাড়াও স্থানীয় প্রশাসনের নজরদারীর অভাবে জনগুরুত্বপূর্ন এই রাস্তাটি বেহাল দশায় রয়েছে দীর্ঘদিন থেকে । মাঝে মাঝেই ঘটছে দুর্ঘটনা । অবস্থাদৃষ্টে মনে হয় এসব দেখার কেউ নেই।

জানা গেছে, চাংলা থেকে শেরপুর প্রায় ২ কিঃমিঃ এলজিডির এই রাস্তাটির মাঝে ২টি কালভার্ট রয়েছে জরাজীর্ণ অবস্থায়। রাস্তার মাঝে মাঝে পিচ উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়ে বেহাল দশা হয়েছে। এমন অবস্থাতেও সংস্কারের অভাবে দীর্ঘদিন থেকে পড়ে রয়েছে রাস্তাটি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিডির) বিষয়টি দেখেও যেন দেখে না। অথচ এ রাস্তাটিই আশেপাশে কয়েকটি গ্রামের মানুষের বদলগাছী সদরসহ জেলা শহর নওগাঁতে যাওয়ার এক মাত্র পথ।

এছাড়াও এ গ্রামে রয়েছে ২টি শিক্ষা প্রতিষ্ঠান । শেরপুর উচ্চবিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয়। এ বিদ্যালয় দুইটির কোমলমতি শিশুদের যাওয়া -আসার এক মাত্র রাস্তাও এটিই । এলাকাবাসীর দাবী অবিলম্বে সংস্কার করা হোক কালভার্টসহ এই রাস্তাটি।
এব্যাপারে উপজেলা প্রকৌশলী মুনিরুজ্জামান বলেন, এটি গ্রাম্য রাস্তা। এখন আমরা উপজেলার প্রধান রাস্তাগুলোর কাজ করছ । প্রধান রাস্তাগুলোর কাজ শেষ হলে পরর্বতীতে এ রাস্তার কাজ করা হবে।

(বিএম/এএস/জুন ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test