E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজারে গাড়ী পোড়ানোর ঘটনায় মামলা, আটক ১

২০১৭ জুন ০৯ ২১:৩২:১০
মৌলভীবাজারে গাড়ী পোড়ানোর ঘটনায় মামলা, আটক ১

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে শহরের কুদালীপুল এলাকায় অবস্থিত মা মটরর্স ওয়ার্কসপে রাতের অন্ধকারে প্রাইভেট কার ( ঢাকা মেট্রো-গ-১৩-৬০৮২) পোড়ানোর ঘটনার একমাস পর অবশেষে মা মটরর্স এর স্বত্তাধিকারী আলী আহমদ বাদী হয়ে ৬ জনকে আসামী করে গত ৬ জুন মৌলভীবাজার মডেল থানায় মামলা (নং-১২, তারিখ : ০৬/০৬/২০১৬ইং) দায়ের করেছেন।

এদিকে মামলা দায়েরের দু’দিনের মাথায় ৮ জুন রাতেই এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে শহরের সুলতানপুর এলাকার মৃত আক্কাছ মিয়ার পুত্র সাগরকে আটক করে মৌলভীবাজার মডেল থানা পুলিশ। থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে এ ঘটনায় অন্যান্য আসামীরা হলো, মৌলভীবাজার শহরের কাজিরগাঁও এলাকার আশিক মিয়ার পুত্র জুবেল মিয়া (২৮), মৃতঃ সফিক মিয়ার পুত্র রাবিন আহমদ (৩৯), বশির মিয়ার পুত্র জনি আহমদ (২৪), কলিমাবাদ এলাকার সফর মিয়ার পুত্র রুবেল মিয়া (২৮) ও দরগা মহল্লা এলাকার মজু মিয়ার পুত্র জুয়েল মিয়া (৩০)। ভুক্তভোগী সুত্রে জানা গেছে- গত ৫ মে অনুমান রাত ১ ঘটিকার সময় প্রতিদিনের মত মা মটরর্স ওয়ার্কসপের স্বত্তাধিকারী আলী আহমদ ওয়ার্কসপের কাজকর্ম শেষ করে গ্যারেজ বন্ধ করে বাসায় চলে যান। সকাল ৬টার দিকে ওয়ার্কসপের সামনে আগুনের উত্তাপ দেখে ২জন অটোরিকশা ড্রাইভার তাৎক্ষনিক মৌলভীবাজার ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিসের লিডার আব্দুল হান্নান ও ফায়ারম্যান চিত্র রঞ্জন বৈদ্য ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্তনে আনেন। মামলার বাদী আলী আহমদ জানান- রাবিন আহমদসহ এজাহার নামীয় কয়েকজন আসামীর সাথে আমার পৃর্ব বিরোধ রয়েছে।

সেই বিরোধের সুত্র ধরেই আমার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগিয়ে কাস্টমারের প্রাইভেট কার পুড়িয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় ওয়ার্কসপে থাকা অপর একটি গাড়ীও ক্ষতিগ্রস্ত হয়েছে। মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় রাতে ঘটনাস্থল এলাকার একটি ভিডিও ফুটেজ সংগ্রহ করেছেন। এতে অনেকটাই প্রমানিত হয়ে গেছে, কে আমার ওয়ার্কসপে আগুন ধরিয়েছে। মৌলভীবাজার ফায়ার সার্ভিসের ফায়ারম্যান চিত্র রঞ্জন বৈদ্য বলেন- ভোর ৬.১০ মিঃ দিকে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি একটি প্রাইভেট কা আগুন জ্বলছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে গাড়ীতে কোন ব্যাটারী ছিলন। তাই ব্যটারী থেকে আগুন লাগার সম্ভাবনা দেখছিনা, তদন্ত সাপেক্ষে জানা যাবে।। মামলার তদন্তকারী কর্মকর্তা মৌলভীবাজার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোঃ এমরান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- ঘটনাস্থলের পার্শে বেজ বাড়ী এলাকার ভিডিও ফুটেজ দেখে সনাক্ত করে মামলার এজাহারে আসামী করা হয়েছে। এবং উল্লেখিত আসামীরাই আগুন লাগিয়েছে।

(একে/এএস/জুন ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test