E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলাপাড়ায় ইয়াবাসহ যুবলীগ নেতা আটক

২০১৭ জুন ১০ ১৩:৫৩:৪৭
কলাপাড়ায় ইয়াবাসহ যুবলীগ নেতা আটক

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : অবশেষে পটুয়াখালীর কলাপাড়ার শীর্ষ ইয়াবা বিক্রেতা যুবলীগ নেতা ফিরোজ হাওলাদার ওরফে বাবা ফিরোজকে ২৩০৪ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় তার তিন সহযোগী মোহাম্মদ আলী, আপেল বড়ুয়া ও দিলদার মিয়াকেও গ্রেফতার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে পটুয়াখালী ডিবি পুলিশ কলাপাড়া থানা পুলিশের সহায়তায় পৌর শহরের মুসলিম পাড়ার ফিরোজের বাড়িতে আকস্মিক অভিযান চালিয়ে ৪৮টি পলিব্যাগে মোড়ানো ২৩০৪ ইয়াবাসহ এ ইয়াবা সম্রাটদের গ্রেফতার করতে সক্ষম হয়।

এদের স্বীকারোক্তী অনুসারে শেষ রাতে পুলিশ অভিযান চালিয়ে ফিরোজের ভাই শীষ আলমকেও ডিবি পুলিশ গ্রেফতার করে। কলাপাড়ায় বিশাল এ ইয়াবা চালান আটক ও বিক্রেতাদের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে গোটা এলাকায় অভিভাবকদের মধ্যে স্বস্তি নেমে আসে।

পুলিশ জানায়, ফিরোজের বাড়ি কলাপাড়ার ধুলাসার ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মৃত নাসির হাওলাদের ছেলে। আর গ্রেফতারকৃত অন্যদের বাড়ি কক্সবাজারের উখিয়া থানায়।

জানা যায়, ফিরোজ নিজেকে কলাপাপাড়ার ধুলাসার ইউনিয়নের যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে কলাপাড়ায় পৌর শহরে আস্তানা গেড়ে এ অবৈধ ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছিলো। তার রয়েছে অন্তত ২০-২৫ জনের যুবক ও কিশোর বয়সী একটি ইয়াবা বাহক বাহিনী। মূলত তাদের মাধ্যমেই সে শহরের নির্দিষ্ট স্থানে ইয়াবা পৌছে দিতো। উখিয়া ও টেকনাফের একটি দালাল চক্রের মাধ্যমে কলাপাড়ার আলীপুর-মহীপুর ও গঙ্গামতির সাগর পথে এ চালান আনতো।

পটুয়াখালী ডিবি পুলিশের ওসি খন্দকার জাকির হোসেন ও কলাপাড়া থানার ওসি জিএম শাহনেওয়াজ সাংবাদিকদের জানান, এদের গডফাদারদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি মামলা হয়েছে।

এদিকে ইয়াবাসহ ইয়াবা বিক্রেতাদের গ্রেফতারের খবর পেয়ে রাতেই পটুয়াখালীর অতিরিক্ক পুলিশ সুপার সাহেব আলী পাঠান কলাপাড়া থানায় এসে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করেছেন।

(এমকেআর/এসপি/জুন ১০, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test