E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুবর্নচরে ৪৫ বছরেও উন্নয়ন হয়নি একটি সড়ক

২০১৭ জুন ১১ ১৪:৫১:৪০
সুবর্নচরে ৪৫ বছরেও উন্নয়ন হয়নি একটি সড়ক

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সুবর্নচরে দীর্ঘ পঁয়তাল্লিশ বছরেও উন্নয়ন হয়নি একটি সড়ক। ফলে প্রতিনিয়ত দূর্ভোগ পোহাতে হচ্ছে হাজার হাজার শিক্ষার্থী সহ গ্রামবাসীদের।

১৯৭২ সালে বিশ্ব ব্যাংকের অর্থায়নে আবব্দুল মালেক উকিল সুবর্নচরে বন্যা মোকাবেলায় বেশ কয়েকটি বেঁড়ি বাঁধ নির্মাণ করেন তার মধ্যে একটি হলো সুবর্নচর উপজেলার প্রান কেন্দ্র হারিছ চৌধুরী। তনুর দোকান হয়ে তোতার বাজার পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার বেঁড়ি বাঁধ সড়ক।

যা এখন বাহার উদ্দিন খেলন সড়ক নামে পরিচিতি, দীর্ঘ সময়ের ব্যবধানে সকড়টির দু পাশে গড়ে উড়েছে হাজার হাজার পরিবারের বসতি, এই সড়কে রয়েছে আব্দুল মালেক উকিল বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ ৭টি মসজিদ, ৪টি মাদ্রাসা সহ ৩টি বাজার। পর্যটক কেন্দ্র সুবর্নচর ইকো রিসোর্ট এণ্ড টুরিজম শত শত দর্শনার্থী এখানে বেড়াতে আসেন।

এলাকাবাসী বলেন, দীর্ঘ পঁয়তাল্রিশ বছর পেরিয়ে গেলেও আজো অবধী সড়কটির উন্নয়ন কাজ না হওয়ায় সড়কটি এখন চলাচলার অযোগ্য। সড়কে বড় বড় গর্ত ও দুপাশে ভেঙ্গে যাওয়ায় স্কুল, কলেজ ও কোমলমতি শিক্ষার্থী সহ পথচারীদের দূর্ভোগ চরমে। সড়কটি উন্নয়নের তারা স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছেন।

এ ব্যাপারে সুবর্নচর উপজেলা এজিডি কর্মকর্তা শহীদুল হুদার সাথে আলাপ কালে তিনি জানান, বর্তমানে কোন বাজেট নেই পরবর্তীতে তিনি এটি দেখবেন। দীর্ঘ ৪৫ বছরেও সকটির কোন উন্নয়ন না হওয়ায় একালাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে, ব্যাহত হচ্ছে রবিশস্যর আমদানী রপ্তানি।


(আইইউএস/এসপি/জুন ১১, ২০১৭)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test