E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কমলগঞ্জে ভারত সরকারের অর্থায়নে দুটি প্রকল্পের ভিত্তিপ্রস্তুর স্থাপন

২০১৭ জুন ১১ ১৭:২৯:০১
কমলগঞ্জে ভারত সরকারের অর্থায়নে দুটি প্রকল্পের ভিত্তিপ্রস্তুর স্থাপন

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের তিলকপুর সার্বজনীন পূজা মন্দির ও মন্ডপ এর আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তুর স্থাপন করা হয়েছে। ভারত সরকারের অর্থায়নে ২ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে প্রকল্প দুটির ভিত্তি প্রস্তুর স্থাপন করা হয় ।

রবিবার দুপুর ১টার দিকে তিলকপুর সার্বজনীন পূজামন্ডপ প্রাঙ্গনে বাংলাদেশের প্রধান বিচারপতি শ্রী সুরেন্দ্র কুমার সিনহা ও ভারতের হাই কমিশনার শ্রী হর্ষবর্ধন শ্রিংলা পূজা মন্দির ও মন্ডপের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে ৮৭ লাখ টাকা ব্যয়ে ভারতীয় অর্থায়নে তিলকপুর ললিতমোহন-ধনবতী মহাশ্মশানঘাট এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার শ্রী হর্ষবর্ধন শ্রিংলা। এ সময় জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড: মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুর রহমান, জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে তিলকপুর গ্রামে পৌঁছলে প্রধান বিচারপতি শ্রী সুরেন্দ্র কুমার সিনহা , শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ভারতীয় হাই কমিশনারসহ অন্যান্য অতিথিবৃন্দকে রাস্তার দু’ধারে দাড়িয়ে তিলকপুর চাকুরীজীবি সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার সিংহসহ স্কুল-কলেজের শিক্ষার্থী, স্থানীয় এলাকাবাসী ও মণিপুরী সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ফুল দিয়ে স্বাগত জানান।

তিলকপুর সার্বজনীন পূজা মন্দির- মন্ডপ ও এর ললিতমোহন-ধনবতী মহাশ্মশানঘাট এর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার শ্রী হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ভারত সরকারের অর্থায়নে এখানে দুটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে এবং প্রকল্পগুলোর খুব দ্রুত কাজ শেষ করা হবে। এলাকার উন্নয়নে ভূমিকা রাখায় আমি প্রধান বিচারপতিকে ধন্যবাদ জানাই। প্রধান বিচারপতির আমন্ত্রণে আমি এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

(একে/ওএস/জুন ১১, ২০১৭)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test