E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রানীশংকৈলে কৃষকের নামে গম বিক্রি করলো ফাড়িয়ারা

২০১৭ জুন ১২ ১৫:২৮:৩৪
রানীশংকৈলে কৃষকের নামে গম বিক্রি করলো ফাড়িয়ারা

রানীশংকৈল প্রতিনিধি : সরকার সরাসরি গম আবাদকারী কৃষকের নিকট হতে গম কেনার ঘোষনা দিয়ে গত ১৮ এপ্রিল থেকে ৩০ শে জুন পর্যন্ত সময় নির্ধারন করে দিয়ে সমগ্রহ দেশে গম কেনার কার্যক্রম শুর করে। তবে ঠাকুরগায়ের রানীশংকৈল উপজেলায় বরাদ্দকৃত ৩০৪৭ মেট্রিক টন গম সংগ্রহ অভিযান বিলম্ব সময় নিয়ে গত ১৫ মে শুরু হলেও সরাসরি কৃষকরা গম বিক্রি করতে পারে নি সরকারের নিকট,গম বিক্রি করেছে ফাড়িয়ারা। এতে যেমন সাধারণ কৃষক হারালো কাঙ্গিত অধিকার অন্যদিকে সরকারের মহৎ পরিকল্পনাও ভেস্তে গিয়েছে।

বিভিন্ন সুত্রে জানা যায় রানীশংকৈল গম ক্রয় কমিটির সভাপতি ইউএনও খন্দকার মোঃ নাহিদ হাসান কৃষি অফিস থেকে গম আবাদকারী কৃষকের তালিকা নিয়েছেন। কিন্তু একজন কৃষকেও গম খাদ্য গুদামে বিক্রি করতে পারে নি। এ যাবৎ ২টি খাদ্য গুদামে সমস্ত গম বিক্রি করেছেন ফাড়িয়ারা।

বিশ্বস্ত সুত্রে জানা যায়,গম ক্রয় কমিটির সভার আলোকে ৩০৪৭ মেট্রিক টন গমের হিসাব ভাগাভাগি হয়। আর এ ভাগ নিতে ছাড়েনি উপজেলার এমপিদ্বয়, উপজেলা চেয়ারম্যান,ইউএনও,স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা। আর এ ভাগের হিসাব থেকেই ১ মেট্রিক টন শুধু মাত্র গমের স্লিপ(ঢোকেন) বিক্রি হয় সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা। আর স্লিপ কেনেন ফাড়িয়ারা। তারা আবার তাদের মনোনীত কৃষকের কৃষি কার্ড দিয়েই যথা নিয়ম অনুসারে গম বিক্রি করেন খাদ্য গুদামে। এতে সরকারের খাতায় কৃষকের নাম দেখানো হলো অন্যদিকে আর্থিকভাবে লাভবান হলো ফাড়িয়ারা আর ভাগাভাগির অংশীদার-দ্বয়।

এদিকে গম বিক্রির পর আবার বিল উত্তোলনেও চলে উৎকোচের ব্যবসা টন প্রতি এক হাজার টাকা কমিশন নেন খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তাদ্বয়। যে ব্যাংকে নগদ টাকা উত্তোলন করা হয়। সেখানে সংশ্লিষ্ট টেবিল গুলোতে উৎকোচ দিতে হয়। এক কথায় লুটপাটের একটি মহাউৎসব চলছে। এ উপজেলার কৃষকদের মধ্যে এ বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

কাশিপুর ইউনিয়নের কৃষক সালাম বলেন,যারা সরকার পরিচালনায় আমাদের এলাকার প্রতিনিধি হিসেবে সংসদে কাজ করে তারাই যদি কৃষকের অধিকার হরন করে তাহলে আর কি করার বা বলার আছে।

নন্দুয়ার ইউপির সাইফুল ৫বিঘা গম আবাদ করেছিলেন তিনি আক্ষেপের সাথে বলেন, গম এমপি চেয়ারম্যান ইউএনওডা আবাদ করিয়ে ওমাই সরকারের লুগু গম বিক্রি করুক হামা আবাদ করিনি আর এমপি চেয়ারম্যান-আলা কৃষক হবা পাড়িনি এতুনে গম সরকারের লুগু বিক্রি করবা পারি নি।

এ বিষয়ে গম ক্রয় কমিটির সভাপতি ইউএনও খন্দকার মোঃ নাহিদ হাসানের সাথে যোগাযোগ করে পাওয়া যায় নি।

(কেএএস/এসপি/জুন ১২, ২০১৭)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test